আজকের আলোচিত ছবি: ২১ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একুশের প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: পিআইডি
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের নেতৃত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদেশি কূটনৈতিক কোরের সদস্যরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: পিআইডি
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর উদ্যোগে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: জাগো নিউজ
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ সিরাজগঞ্জে হার্ডপয়েন্টে ৭ম জাতীয় কমডেকা ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ সিরাজগঞ্জে হার্ডপয়েন্টে জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারী ও শহীদদের স্মৃতির ওপর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকায় মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
সরকার ঘোষিত সচিবালয়সহ অন্যান্য নীরব এলাকার চারদিকে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। ছবি: জাগো নিউজ