আজকের আলোচিত ছবি: ২০ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেন। ছবি: পিআইডি
-
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে আজ ঢাকায় রেলভবনে তার অফিসকক্ষে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান (অব.) আজ ঢাকায় বিআরআইসিএমে সংবাদ সম্মেলনে কমিশনের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। ছবি: পিআইডি
-
ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং ব্পির্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর জাকের আলী ও তাওহিদ হৃদয়ের ১০৮ রানের অপরাজিত জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আজ দুবাই ইন্টারন্যাশাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
-
আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আজ সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ