আজকের আলোচিত ছবি: ১৬ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্স-বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও বিপজ্জনক বর্জ্যব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় নিয়ন্ত্রক কাঠামো’ শীর্ষক কর্মশালায় বক্তৃতা করেন। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও বিপজ্জনক বর্জ্যব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় নিয়ন্ত্রক কাঠামো’ শীর্ষক কর্মশালায় বক্তৃতা করেন। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের ওপর জলকামান দিয়ে পানি ছোড়ার মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় পুরুষ প্রার্থীদের লাঠিপেটা করে পুলিশ। পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করেন নারী প্রার্থীরা। ছবি: জাগো নিউজ