আজকের আলোচিত ছবি: ৩০ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সাক্ষাত করেন। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে 'জাতীয় যুব দিবস-২০২৪' উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
নির্বাচন কমিশন ইস্যুতে সার্চ কমিটি গঠনের আগে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এমন প্রত্যাশা ছিল জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি গঠন করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল। যাই হোক এটি নিয়ে বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না। তিনি বলেন, আমরা চাই দ্রুত নির্বাচন কমিশন হোক, সেই সঙ্গে দ্রুত নির্বাচন আয়োজন করুক। তিন মাসের মধ্যে যদি আউয়াল-হুদারা নির্বাচন আয়োজন করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না। ছবি: সংগৃহীত
-
বিনামূল্যে বই, খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কুলড্রেস, ব্যাগ, জুতা, টিফিন ও চিত্ত মনোরঞ্জনের জন্য খেলাধুলার আয়োজন এমনকি সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানের সুবিধা। অবিশ্বাস্য এমনই সব মানবিক সহযোগিতা নিয়ে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ঘোড়াউত্রা নদী পাড়ের দুটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে সাতটি ভাসমান স্কুল। ছবি: জাগো নিউজ
-
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ইউনিসেফের প্রতিনিধিদল সাক্ষাত করে। ছবি: পিআইডি