আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে দুর্গাপূজা
শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব।
-
দুর্গাপূজার সপ্তমীর দিন সকাল থেকে মণ্ডপে উৎসবের আমেজে হিন্দু ধর্মালম্বীদের ভিড় দেখা যায়। সেই সঙ্গে মণ্ডপগুলোতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছবিটি ১০ অক্টোবর ঢাকেশ্বরী মন্দির থেকে তোলা। ছবি: মাহবুব আলম
-
লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। ছবি: মাহবুব আলম
-
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বাহিনী তল্লাশি চালিয়ে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করার অনুমতি দিচ্ছে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ অন্যান্য মন্দির মণ্ডপে আনন্দ নিয়ে ঠাকুর দর্শন ও পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: মাহবুব আলম
-
পূজামণ্ডপে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য বসে আছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় সম্প্রীতির বার্তা নিয়ে উপস্থিত হন বিভিন্ন ধর্মাবলম্বীরাও। ছবি: মাহবুব আলম
-
মণ্ডপে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সারিবদ্ধ ভাবে প্রবেশ করছেন ধর্মানুরাগীরা। যেন উৎসবের আমেজ কোনো ভাবেই বিঘ্নিত না হয়। ছবি: মাহবুব আলম
-
এবারের উৎসব আরও আনন্দদায়ক হোক। তাই দেশের সার্বিক কল্যাণের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: মাহবুব আলম