নজর কাড়বে হজমটিলা
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল এলাকায় অবস্থিত হজমটিলা। শ্রীমঙ্গল শহর থেকে হজমটিলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
-
রামনগর, ফুলছড়া, কালীঘাট, জানাউড়া, ফুসকুড়ি, কেজুরী ছড়া হয়ে ডিনস্টন ফ্যাক্টরির সোজা রাস্তা ধরে ছুটতে হবে হরিণছড়ার দিকে। হরিণছড়া ঢুকতেই প্রকৃতি যেন স্বাগত জানাতে শুরু করবে। ছবি: জীবন পাল
-
চারদিকে সারি সারি চা বাগান, সবুজ ঘেরা গাছ আবহাওয়াকে শীতল করে রাখে। শহরের অসহ্য গরমও যেন এখানে এসে বিদায় নিতে বাধ্য হয়। ছবি: জীবন পাল
-
একসঙ্গে দুটি সাইনবোর্ড চোখে পড়বে। একটিতে লেখা বর্ডার গার্ড বাংলাদেশ হরিণছড়া বিওপি আর অপরটিতে বর্ডার গার্ড বাংলাদেশ নিরালা পুঞ্জি বিওপি। ছবি: জীবন পাল
-
চা বাগানের ভেতরের আঁকাবাঁকা রাস্তাগুলো যে কারো নজর কাড়বে। বাগানের ভেতর এরকম টিলা যেন প্রকৃতির জন্য বাড়তি সৌন্দর্য। ছবি: জীবন পাল
-
এ যেন সবুজ অরণ্য। চারদিকে বিভিন্ন প্রজাতির বৃক্ষ ছাড়া দুচোখে আর কিছুই দেখা যায় না। তার মধ্যে টিলার ওপর পাহাড়ি রাস্তা। সব মিলিয়ে অপরূপ এক দৃশ্য চোখে পড়ে। ছবি: জীবন পাল