আজকের আলোচিত ছবি: ০১ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয় প্রাঙ্গণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন ৩ কিলোমিটার এলাকায় ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচি উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ ঢাকায় গুলশানে ইউনিমার্ট লিমিটেড ও স্বপ্ন সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রধান উপদেষ্টার পক্ষে ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ত্রাণ তহবিলে চেক গ্রহণ করেন। ছবি: পিআইডি
-
সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন। এছাড়াও সড়ক সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে রোড সেফটি অথরিটি গঠন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ছবি: জাগো নিউজ