আজকের আলোচিত ছবি: ২৬ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল জাতিসংঘের সদরদপ্তরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কুশল বিনিময় করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল নিউইয়র্কে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সাজম্যান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৪’ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাফওয়ান আখতার সদ্যর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
ফরিদপুরের কুমার নদে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নামে। আজ বিকেলে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উৎসবে মেতে ওঠে। নৌকাবাইচকে কেন্দ্র করে দুই পাড়ে মেলা বসে। মেলায় মিষ্টি, ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ, খেলনা ও খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা। ছবি: এন কে বি নয়ন
-
বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ১৮ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ছয় ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকার মতো। ছবি: মো. জামাল হোসেন
-
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা ও মায়ের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন নির্জনের বাবা-মা। ছবি: আইএসপিআর