আজকের আলোচিত ছবি: ২৫ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকীর অভ্যর্থনায় বিপ্লবের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ওপর একটি আর্ট বই প্রদর্শন করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা সংকট বিষয়ে উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে হিলটন হোটেলে ক্লিনটন গ্লোব্যাল ইনিশিয়েটিভ সভায় বক্তৃতা করেন। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদরদপ্তরে সাইডলাইন ইভেন্টে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সাথে কুশল বিনিময় করেন। ছবি: পিআইডি
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে ‘ক্লিনটন গ্লোব্যাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে সফরসঙ্গী তিনজনকে পরিচয় করিয়ে দেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল জাতিসংঘ সদরদপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির কাছে বিপ্লবের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ওপর একটি আর্ট বই প্রদান করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে ইউনিভার্সিটি ক্লাবে ‘মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি