আজকের আলোচিত ছবি: ২২ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ফেনীর পরশুরাম উপজেলায় পাগলীরকুল গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ একরাম হোসেন কাওসারের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম গতকাল খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের খোঁজখবর নেন। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ঢাকায় এনএসসি মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি