আজকের আলোচিত ছবি: ১৯ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় তার কার্যালয়ে সংস্কার কমিশনসমূহের প্রধানরা বৈঠক করেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ ঢাকায় ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় তার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ-এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ছবি: পিআইডি
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে এই দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে ‘গণতন্ত্রকামী শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। আজ বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনির শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। তারা এর বিচারসহ ৩ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। ছবি: জাগো নিউজ
-
দিনের শুরুতে হাসান মাহমুদ স্বস্তি এনে দিলেও দিনের শেষে বাংলাদেশকে অস্বস্তি উপহার দিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাদেজার বিশাল জুটি। ১৯৫ রানের বিশাল জুটি গড়ে দিনশেষে অবিচ্ছিন্ন তারা। সে সঙ্গে স্বাগতিকদের মুখে হাসি ফুটিয়ে প্রথম দিন শেষ করেছে তারা ৬ উইকেটে ৩৩৯ রানের বড় স্কোর নিয়ে। ছবি: সংগৃহীত