আজকের আলোচিত ছবি: ১৫ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশীয় উন্নয়ন ব্যাংকের সাউথ এশিয়া ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল টাকিও কোনিশি সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে প্রথম জলবায়ু ন্যায্যতা সমাবেশের চূড়ান্ত ঘোষণাপত্র ২০২৩ হস্তান্তর করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউএসএইডের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের উপস্থিতিতে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউএসএইডের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: পিআইডি
-
ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১টা ৫ মিনিটের একটি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ১৫ ক্রিকেটার। স্কোয়াডের আরেক সদস্য সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। ছবি: সংগৃহীত
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে জুলাই-আগস্টের আন্দোলনে ৮৭৫ জন নিহত হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী ও সমর্থক। ছবি: জাগো নিউজ