আজকের আলোচিত ছবি: ১১ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও কর্পোরেট সুশাসনের জন্য ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ছবি: পিআইডি
-
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে প্রেস ব্রিফিং করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল ঢাকায় লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর আরও দুটি ব্যাটালিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। দুটি ব্যাটালিয়নে রয়েছেন প্রায় দুই হাজার সদস্য। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৫৮ নম্বর ব্যাটালিয়নটিকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল থেকে এবং ১১২ নম্বর ব্যাটালিয়নকে ঝাড়খণ্ডের লাতেহার থেকে পাঠানো হচ্ছে। প্রথম ইউনিট মণিপুরের কাংভাইয়ে এবং দ্বিতীয়টি ইম্ফলের চারপাশে দায়িত্বপালন করবে। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের ধারা এখনো অব্যাহত রয়েছে। গত বুধবার বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন নাইমুর রহমান দুর্জয়। এবার পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়ালেন আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ বেলা ১১টায় বিসিবি পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেন সুজন। ছবি: সংগৃহীত
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬২৫ জন নিহত ও ১৮ হাজার ৩৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তবে এটিই চূড়ান্ত নয়। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ