আজকের আলোচিত ছবি: ০৫ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনী প্রধানদের সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাইকার প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ত্রাণের চেক গ্রহণ করেন। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মো. রমজান আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার ১৪ উপজেলা। এরইমধ্যে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে পানি নামতে শুরু করলেও দীর্ঘ ১৬ দিনেও মনোহরগঞ্জ উপজেলায় অপরিবর্তীত রয়েছে বন্যা পরিস্থিতি। ছবি: জাগো নিউজ