আজকের আলোচিত ছবি: ০৪ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ তার কার্যালয়ে সচিব সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ ঢাকায় সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
কারখানা, শ্রমিক ও দেশের অর্থনীতি বাঁচাতে গেলে কিছু ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজনসহ বহিরাগতরা রয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল চিকিৎসা খাতে। তবে অস্থিরতা কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আজ থেকে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করেছে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি: জাগো নিউজ