আজকের আলোচিত ছবি: ১২ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারতের নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রিট্রিটের শেষদিনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বিকেল ৫টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলা ও বাধার প্রতিবাদে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়েছে। ছবি: জাগো নিউজ
-
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ছিল বৃহস্পতিবার। কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল আজ। মিছিল থেকে শাহবাগ অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
সকাল থেকে টানা ভারী বৃষ্টি, পানিতে ডুবে গেছে রাজধানী ঢাকার অনেক এলাকা। এতে ছুটির দিনেও জনদুর্ভোগ চরমে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্ন কাজ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানে অবৈধভাবে বসবাসরত আফগান শরণার্থীদের ফের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এই তথ্য নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত
-
আম্বানি পরিবারের বিয়েতে সাজ-সজ্জার কোনো কমতি থাকবে না-এটাই স্বাভাবিক! বর্ণিল ফুল ও ঝলমলে আলোর রোশনাইয়ে সেজেছে অনন্ত-রাধিকার বিয়ে আসর। প্রায় এক বছর ধরে চলা বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠানের পরে আজ সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি। ছবি: সংগৃহীত