আজকের আলোচিত ছবি: ০৭ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র্যাংক ব্যাজ পরানো হয়। তাকে ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি- সংগৃহীত
-
রিজার্ভে চীনের সহযোগিতার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ‘অফিসিয়াল কোনো আলোচনা বা প্রস্তাব নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তবে চীনের বিনিয়োগকারীরা কিংবা অন্য যে কোনো বিদেশি ব্যাংক বা রাষ্ট্র চাইলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পারে। অনেক দেশের সেন্ট্রাল ব্যাংকেই এভাবে টাকা রাখা হয়। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি- সংগৃহীত
-
কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিলেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর বিভিন্ন স্থান অবরোধ করেন তারা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীতে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজট ও ভোগান্তির এমন চিত্র দেখা গেছে। ছবি- জাগো নিউজ
-
দীর্ঘ সময় ধরে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের পর খুলনার উপকূলীয় কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বেড়িবাঁধগুলো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রিমালে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা হলেও চলতি বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা ভাঙনের হুমকির সম্মুখীন হচ্ছে। গত ৩-৪ দিনে ভারী বর্ষণের ফলে বাঁধগুলো দুর্বল হয়ে যাওয়ায় নির্ঘুম রাত পার করছেন উপকূলীয় উপজেলাগুলোর বাসিন্দারা। ছবি- জাগো নিউজ
-
মেঘনার অতি জোয়ারের পানিতে ভোলার ইলিশা ফেরি ঘাটের এপ্রোচ সড়ক ও পন্টুনের র্যাম ডুবে গেছে। ইলিশা ঘাটের লো ও হাই ওয়াটার ঘাট তলিয়ে যাওয়ায় যাত্রীরা ভিজে ও নৌকায় করে ফেরিতে ওঠানামা করছে। এছাড়া দৈনিক দুবার ৩-৪ ঘণ্টা করে বন্ধ থাকছে ফেরিতে পরিবহন ওঠানামা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আজ সরেজমিনে দেখা যায়, মেঘনা অতি জোয়ারের পানিতে দিনে কমপক্ষে দুবার তলিয়ে যায় ইলিশার লো ও হাই ওয়াটার ঘাটের এপ্রোচ সড়ক ও পন্টুনের র্যাম। ইলিশা ফেরিঘাট দিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটে প্রতিদিন পাঁচটি ফেরি চলাচল করে। এতে দৈনিক কয়েক হাজার যাত্রী ও বিভিন্ন ধরনের পরিবহন চলাচল করে। ফলে ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলকারী হাজারও যাত্রী ও পরিবহন শ্রমিকরা।