আজকের আলোচিত ছবি: ২১ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। আজ দুপুর ২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ নয়াদিল্লি পৌঁছান। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট দিল্লির স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় পালাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ছবি: ইয়াছিন কবির জয়
-
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী আজ দেশে ফিরেছেন। ২১ জুন ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটটি অবতরণ করে। ছবি: সংগৃহীত
-
ভারতের চেরাপুঞ্জিতে ২০ জুন রাতে বৃষ্টি কম হয়েছে। ফলে উজানের পাহাড়ি ঢল নেমেছে কম। তাই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ভাটির জেলার মানুষের মনে। তবে দুর্ভোগ কমেনি বন্যাকবলিতদের। ছবি: লিপসন আহমেদ
-
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২৩ জুন দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি দেয় দলটি। যানজট এড়াতে শোভাযাত্রাটি ছুটির দিন শুক্রবার করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। আজ বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। ছবি: সংগৃহীত