আজকের আলোচিত ছবি: ১৮ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সিলেট অঞ্চলে। এরইমধ্যে ঢলের পানি প্রবেশ করেছে সুনামগঞ্জের শহর থেকে গ্রামে। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার ৬ লাখের মতো মানুষ। ঢলের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের মধ্যবাজার, উত্তর আরপিননগর, কাজীরপয়েন্টসহ বেশ কিছু এলাকার সড়ক। সেই সঙ্গে তলিয়ে গেছে শহরের পাশবর্তী এলাকা হাসন নগরের ৫০ টিরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। ছবি- জাগো নিউজ
-
কোরবানি ঈদের প্রথম দিন রাজধানীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন অস্থায়ী চামড়া বাজারে আকারভেদে ৭০০ থেকে ৯৫০ টাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে একইস্থানে গরুর চামড়া বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। যদিও মৌসুমি চামড়া ক্রেতারা বলছেন, তারা আগের দামেই চামড়া কিনছেন। জানা গেছে, ছাগল ও ভেড়ার চামড়া বেশিরভাগ ক্রেতাই কিনতে চাইছেন না। দু-একজন ১০ টাকায় কিনছেন এসব চামড়া। ছবি- জাগো নিউজ
-
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ির হর্ন। যেন এক নীরব শহর ঢাকা। রাজধানীজুড়ে এক ধরনের প্রশান্তিভাব বিরাজ করছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার উপস্থিতি দেখা গেছে। ছবি- জাগো নিউজ
-
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঢাকার দুই সিটির দু-একটি জায়গা ছাড়া অধিকাংশ এলাকায় পশুর বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। আজ ঢাকার ওয়ারী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শনির আখড়া ঘুরে বর্জ্য অপসারণের চিত্র দেখা গেছে। তবে শনির আখড়া হাটসহ কয়েকটি এলাকার গলিতে বর্জ্য জমে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে কাজ করছেন। ছবি- জাগো নিউজ
-
পটুয়াখালীর কলাপাড়ায় প্রয়াত বাবার স্মরণে ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা দিলেন চিকিৎসক ছেলে। এসময় তার স্ত্রীও রোগী দেখেন। পাশাপাশি ওষুধ কিনতে হতদরিদ্র রোগীদের আর্থিক সহায়তাও করেছেন এ দম্পতি। আজ উপজেলার ধুলাস্বার ইউনিয়নের অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ওই গ্রামের প্রয়াত ইউপি মেম্বার রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ডা. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. ফারিয়া ফেরদৌস। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলো ‘মানবতার ডাক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছবি- জাগো নিউজ