আজকের আলোচিত ছবি: ০১ মে ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাই। দেশটা আমাদের। এখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে আমরা দেখবো। এজন্য কারো দুয়ারে যাওয়ার দরকার নেই। আমাদের মাটি ও মানুষের চরিত্র, বৈশিষ্ট্য আমরা জানি। সমস্যার সমাধানও আমরা করতে পারবো। ছবি- সংগ্রহীত
-
‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’—এমন নানান স্লোগানে মুখরিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব চত্বর। একে একে র্যালি ও মিছিল নিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। সংক্ষিপ্ত সমাবেশে ঝাঁঝালো কণ্ঠে শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলেছেন নেতারা। পাশাপাশি চলেছে গণসংগীত ও আবৃত্তিও। শিল্পীরা গেছেন মেহনতি মানুষের জয়গান। আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশের বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে এমন চিত্র। ছবি- মাহবুব আলম
-
তীব্র গরমে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে তেজগাঁও থানা পুলিশ। আজ দুপুরে তেজগাঁও থানার পক্ষ থেকে ফার্মগেট ও তেজগাঁওয়ের লোকাস মোড়ের দুটি স্পটে এসব সামগ্রী বিতরণ করা হয়।
-
প্রায় সাত দশক ধরে কামারশালার হাপর টেনে চলেছেন মজিবর রহমান। সেরা মানের কোদাল তৈরিতে সুখ্যাতি রয়েছে তার। তিনি জানান, এ পেশা তাকে দিয়েছে আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা ও খ্যাতি। দুর্দিন চলছে বলে যেখানে দেশের অনেক কামার পেশা ছাড়ছেন, সেখানে এ পেশাকে এখনো আঁকড়ে ধরে রেখেছেন মজিবর রহমান। ৭৫ বছর বয়সী মজিবর রহমান সাত বছর বয়স থেকে কামারের কাজ শুরু করেছিলেন। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার কুমিরগাড়ী গ্রামের বাসিন্দা। ছবি- জাগো নিউজ
-
জাতীয় সম্পদ ইলিশের আমদানি বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ৩০ এপ্রিল মধ্যরাতে। এরপর চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানায় হাজারো জেলে এখন নদীতে বিচরণ করছেন। তবে জালে অন্য মাছ ধরা পড়লেও ইলিশ কম পাচ্ছেন জেলেরা। আজ সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা যায় বিভিন্ন মাছের আমদানি।