আজকের আলোচিত ছবি: ২৬ এপ্রিল ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয়। আজ দেশটির গভর্নমেন্ট হাউজে পৌঁছালে শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান। ছবি: পিআইডি
-
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউজে আজ সেদেশের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউজে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় সেদেশের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও বঙ্গবন্ধু নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মিশর সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: আইএসপিআর
-
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০ নম্বরের এ পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে শান্তিনগর মোড়ে পল্টন থানা ও ১৩ নং ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছবি: জাগো নিউজ
-
আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভূমিধসের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের প্রণাহানি হয়েছে। আহত হয়েছেন ২৩৬ জন। ছবি: এএফপি