ফুলেল শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
বঙ্গবন্ধুকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
-
আজ (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জাতির পিতার স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তরা সারিবদ্ধ ভাবে বঙ্গবন্ধুর মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জাতি তার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে হৃদয়ের সবটুকু ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে স্মরণ করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানী ও এর আশপাশের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে এসেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একে একে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।