কুড়িগ্রামে বন্যার্তদের পাশে জাগো নিউজ
কুড়িগ্রামে বন্যার্তদের পাশে জাগো নিউজ এই নিয়ে এবারের অ্যালবাম।
-
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে কুড়িগ্রাম জেলার চিলমারীতে পৌঁছেছেন জাগো নিউজ টিমের সদস্যরা। ত্রাণ বিতরণ করছেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জিয়া ও প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার। ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
জাগো নিউজের পক্ষ থেকে এ উপজেলার সাড়ে ৪ হাজার বানভাসি মানুষকে আজ ত্রাণ দেওয়া হয়। ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ ত্রাণ বিতরণ কার্যক্রম। ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
ত্রাণ সামগ্রী নিতে এসেছেন কুড়িগ্রামের বিভিন্ন এলাকার বন্যার্ত মানুষ।ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
বন্যার্ত হাজারো মানুষ জাগো নিউজের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
জাগো নিউজের এই ত্রাণসহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। ছবি : হোসাইন ইমরাত রিমেন। ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যাকবলিত পাথর্শী বেলগাছা ইউনিয়নের সাড়ে তিন হাজার বানভাসি মানুষের মাঝে জাগো নিউজের পক্ষ থেকে ত্রাণ দেয়া হয়। ছবি : হোসাইন ইমরাত রিমেন।
-
জাগো নিউজের পক্ষ থেকে এবার দেশের ১১টি জেলার বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। ছবি : হোসাইন ইমরাত রিমেন।