গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কার

শ্বেতপত্র ও আমাদের করণীয়

বুলবুল ‍সিদ্দিকী
বুলবুল ‍সিদ্দিকী বুলবুল ‍সিদ্দিকী , সহযোগী অধ্যাপক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কারের জন্য গঠিত কমিশন প্রণীত শ্বেতপত্রের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের একটি রূপরেখা প্রণয়ন করা হয়। কমিশনের শেতপত্র দুর্নীতির যে ভয়াবহ চিত্র তুলে ধরেছে, সেটা আমাদের জন্য যেমন হতাশার তেমনি এই শ্বেতপত্রের সংস্কার প্রস্তাবনাগুলো সবার মধ্যে একটি আশার সঞ্চারও করেছে।

এই শ্বেতপত্রে বিগত সরকারের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে সীমাহীন দুর্নীতি, আর্থিক কারচুপি, অর্থ পাচার ও লুটপাটসহ নানাবিধ খাত চিহ্নিত করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির প্রতিটা খাতের বাস্তবিক এবং ভঙ্গুর চিত্র তুলে ধরা হয়। ব্যাংক সেক্টর থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে চিহ্নিত প্রতিটা খাতের দুর্নীতির অসহনীয় অবস্থান এখানে বিশদভাবে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

অর্থনীতির প্রতিটা খাতের ভয়াবহ ভঙ্গুর দশা চিহ্নিত করা হলেও এই শ্বেতপত্রে অগ্রাধিকারের ভিত্তিতে সাতটি প্রধান খাত চিহ্নিত করা হয়, যেখানে অতিসত্বর রাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি বলে এই শ্বেতপত্রে প্রকাশ করা হয়। সেগুলো হলো অর্থনীতির মধ্যে স্থিরতা নিয়ে আসা; আসন্ন ২০২৫ এবং ২৬ সালের বাজেট বাস্তবায়নের লক্ষ্যে একটি পরিষ্কার ধারণা তৈরি করা; ২০২৫ থেকে ২৭ সালকে বিবেচনায় নিয়ে একটি মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা এবং এর সাথে সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যথাযথ মূল্যায়ন করা; অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া শুরুর জন্য ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ খাত চিহ্নিত করা; এলডিসি (স্বল্পোন্নত দেশে থেকে অধিকতর উন্নত দেশে উন্নয়ন) গ্রাজুয়েশনের জন্য শক্তিশালী নীতিমালা গ্রহণ; এসডিজির লক্ষ্যমাত্রা দ্রুতগতিতে অর্জনের জন্য কার্যক্রম হাতে নেওয়া; উন্নয়ন সহযোগীদের সাথে সংলাপের জন্য একটি ফোরাম তৈরি করা।

এটি বলার অপেক্ষায় রাখে না যে বাংলাদেশের অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য এই শ্বেতপত্রের নির্দেশিত পদক্ষেপগুলো কতটা গুরুত্বপূর্ণ? একটি ভঙ্গুর অর্থনীতির প্রভাব কেমন হতে পারে এই দেশের প্রতিটি সাধারণ মানুষ ক্রমশ টের পাচ্ছে। নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে সব স্তরের মানুষ নানাভাবে এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার বলী হিসেবে তাদের জীবনযাপন করে আসছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শ্বেতপত্র প্রণীত অগ্রাধিকার ভিত্তিতে সেক্টরগুলোর পুনরুজ্জীবন এর কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই শ্বেতপত্রে সংস্কার প্রক্রিয়ায় যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যকার যে স্ট্রাকচারাল বা কাঠামোগত বাধা রয়েছে তা থেকে উত্তরণ, যা দেশের সুশাসন ও অর্থনীতির একটি শক্তিশালী কাঠামো তৈরির জন্য অত্যাবশ্যক। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নেওয়া বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার সাথে অগ্রাধিকার ভিত্তিতে এই কমিশন সংস্কারের জন্য আরও ছয়টি খাত চিহ্নিত করে: ব্যাংক, এনার্জি এবং পাওয়ার, রাজস্ব, অবৈধ অর্থপাচার, রাষ্ট্রীয় খরচ বিশেষ করে উন্নয়ন প্রকল্প এবং সামগ্রিক তথ্য ব্যবস্থাপনা।

এসব বাস্তবায়নের জন্য বৃহৎ এবং শক্তিশালী একটি প্রায়োগিক ও সমন্বিত রূপরেখা প্রণয়ন করা অতিব জরুরি। গুরুত্ব বিচারে অর্থনৈতিক এসব সংস্কার প্রস্তাবনা সত্যিকার অর্থেই আমাদের অর্থনীতি একটি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে যে পারবে- সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু প্রশ্ন হলো, এসব সংস্কার এবং প্রস্তাবনা বাস্তবায়নের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতটা প্রস্তুত? কিংবা রাজনৈতিক দলগুলো এই সংস্কার বাস্তবায়ন করতে কতটা বদ্ধপরিকর এবং অতীত রাজনৈতিক চর্চা আমাদের তেমন ইঙ্গিত দেয় কি? কীভাবে পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এই প্রস্তাবনাগুলো তার রাজনৈতিক ম্যানিফ্যাস্টোর সাথে সমন্বিত করে বাস্তবায়ন করার প্রচেষ্টা হাতে নেয়?– সেই বিষয়গুলোও গুরুত্বের সাথে জানা প্রয়োজন।

আশার কথা হলো সংস্কার বিষয় এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন নেতিবাচক আলোচনা দেখা যাচ্ছে না। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কর্মসূচি এবং কর্মকাণ্ড আমাদের আশান্বিত হতে শেখায়। রাজনৈতিক দলগুলোর জনবন্ধু হয়ে ওঠার ভান না করে বরং গণমানুষের জন্য কিছু করার এটাই যথাযথ সময়। দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনার এখনই সময়। আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল যদি তাদের অতীত কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করে তাহলেই কেবল বাংলাদেশের মানুষ এই ধরনের সংস্কার প্রক্রিয়া থেকে সুফল পাবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের সংস্কার লক্ষ্যমাত্রা কেবল কমিশন প্রণীত সুপারিশমালায়ই সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সত্যিকারের ভূমিকা পালন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রথম পদক্ষেপ হওয়া উচিত হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বাস্তবায়নের জন্য ধারাবাহিক সংলাপের ব্যবস্থা করা, যাতে তাদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা যায়, যা তাদের অংশিদারত্ব বৃদ্ধি করবে। এই প্রক্রিয়া সংস্কার বাস্তবায়নে ইতিবাচক ‍ভূমিকা পালন করবে বলে মনে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিহিংসার রাজনীতির ভুক্তভোগী হিসেবে সাধারণ মানুষ বরাবরই সামনের কাতারে থাকে। সেই ধরনের কর্মকাণ্ড থেকে রাজনৈতিক দলগুলো সরে আসবে বলে আমার মনে হয়। বড় রাজনৈতিক দলগুলোর অনেকের সাম্প্রতিক বক্তব্য থেকে আমরা সেটি দেখতে পাই। প্রতিহিংসার রাজনীতির জবাব রাজনৈতিক দলগুলো যেন দেশের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দিতে পারে সেই রাজনৈতিক সংস্কৃতি যেন তৈরি হয়। সেই পরিবেশ ও দৃষ্টান্ত সৃষ্টি করার পদক্ষেপ রাজনৈতিক দলগুলো নেবে বলে আমাদের প্রত্যাশা থাকবে।

রাজনৈতিক দলগুলোর যেহেতু সাধারণ মানুষের সাথে যোগাযোগ অনেক বেশি থাকে তাই তাদের জনপ্রিয় ও অগ্রাধিকারভিত্তিতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বাস্তবসম্মত ও দৃশ্যমান কিছু ব্যবস্থা নিতে হবে, যা সাধারণ মানুষকে আশান্বিত করে যেমন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য সহনীয় ও নিয়ন্ত্রিত রাখা, জনগণের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি। এটি সমাজের প্রতিটা শ্রেণিপেশার মানুষের প্রতিদিনকার জীবন যাপনের ওপর প্রভাব ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের আস্থা ও ভরসার জায়গা তৈরি হবে। এই ভরসার জায়গা তৈরি করা অত্যাবশ্যক।

শ্বেতপত্রের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জানতে হবে রাজনৈতিক বাধাগুলো কি? কেননা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। এটি এজন্য বলা যে, স্বাধীন বাংলাদেশ কখনো একটি গণবান্ধব রাজনৈতিক ব্যবস্থা কিংবা এর কাছাকাছি একটি পরিস্থিতি গড়ে তোলার কাজ করেছে বলে দেখা যায়নি। এর পেছনে প্রধান কারণগুলো হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, রাষ্ট্রের প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটা, জনবন্ধব পলিসি প্রণয়ন থেকে দূরে থাকা, সর্বোপরি রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থ প্রাধান্য দিয়ে জনগণের স্বার্থ বরাবরই উপেক্ষিত রাখা। এমন একটি পরিস্থিতি যে আবারো তৈরি হবে না সে বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা অতীব জরুরি।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলো সেই নিশ্চয়তা ও ভরসার জায়গা জনগণের সামনে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। দেশের উন্নয়ন কেবল রাজনৈতিক দলের সাফল্য ও ব্যর্থতা হিসেবে না দেখে উন্নয়ন প্রক্রিয়াকে বাধাহীন করার লক্ষ্যে এই ঐক্য তখনই সহায়ক হবে যখন রাজনৈতিক পালাবদলের পরও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় স্বার্থে পরিচালিত হবে। রাজনৈতিক প্রতিহংসার বশবর্তী হয়ে উন্নয়ন প্রকল্পগুলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উন্নয়ন আকাঙ্ক্ষা হিসেবে না দেখে জাতীয় আকাঙ্ক্ষা হিসেবে দেখে বাস্তবায়ন করার মতো একটি জাতীয় মনোভাব গড়ে তুলতে হবে যেখানে দেশের স্বার্থ থাকবে সর্বাগ্রে।

পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে অর্থনৈতিক সংস্কার কেবল একটি খাতের সংস্কার নয়। এই শ্বেতপত্রে যে সব খাত অগ্রাধিকার ভিত্তিতে এবং ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে তার সংস্কার অন্য খাতের সাথে বিচ্ছিন্ন হিসেবে (অর্থাৎ আইসোলেটেড) বাস্তবায়ন করা সম্ভব নয়। রাষ্ট্রের অন্য খাতের সংস্কারের সাথে অর্থনৈতিক সংস্কারের সমন্বয় করার জন্য একটি সমন্বিত অর্থাৎ ’হলিস্টিক দৃষ্টিভঙ্গি’ হাতে নিতে হবে। অর্থনৈতিক খাতের পাহাড়সম নানাবিধ দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ করতে হলে অর্থনৈতিক সংস্কারের সাথে সাথে দোষী ও দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক ব্যবস্থায় নিয়ে আসার জন্য আমাদের তেমন একটি স্বাধীন বিচার ব্যবস্থারও প্রয়োজন। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙার জন্যও যথাযথ মন্ত্রণালয়ের এখতিয়ার থাকার সাথে সদিচ্ছারও প্রয়োজন রয়েছে। এখানে আন্তঃমন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

যদিও এই কমিশন এই অর্থনৈতিক স্থিরতার সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করার জন্য অন্য একটি এডভাইসারি কাউন্সিল গঠন করার কথা বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবেন। তারপরও আমার মনে হয় প্রস্তাবিত সামগ্রিক সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে আরও বিস্তারিত দিকনির্দেশনা থাকলে সরকারের জন্য সেগুলো বাস্তবায়ন করতে আরও সহায়তা করবে। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়সাধন করে পদক্ষেপ হাতে নেওয়া জরুরি। বিভিন্ন খাতের সংস্কার প্রক্রিয়া বিচ্ছিন্নভাবে বাস্তবায়নের রূপরেখা হাতে নিলে নানাবিধ সংকীর্ণতা দেখা দিতে পারে। সেটি সঠিকভাবে কাজ না করার সম্ভাবনা অনেক বেশি থাকে। একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট সময়কালকেন্দ্রিক একটি দিকনির্দেশনা তৈরি করে একটি জাতীয় রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আইনের শাসন ও জবাবদিহিমূলক স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার এখনই সময়। তাই ভেবেচিন্তে একটি সমন্বিত ব্যবস্থা নেওয়া আবশ্যক। কেননা এমন সুযোগ বাংলাদেশের মানুষের জন্য বারবার আসবে না।

এইচআর/এমএস/ফারুক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।