অরল্যান্ডোর চিঠি

ভালোবাসা ছড়াই

ডা. বিএম আতিকুজ্জামান
ডা. বিএম আতিকুজ্জামান ডা. বিএম আতিকুজ্জামান
প্রকাশিত: ১১:৩৫ পিএম, ২০ জুন ২০২৩

ভদ্রলোক কথা বলতে ভালোবাসেন। ৭৫ বছর বয়স। মেক্সিকোতে জন্ম। ওয়েটিং রুমে বসে সব রোগীদের সঙ্গে গাল গল্প করছেন। হাসিখুশি মানুষ। তার স্ত্রী পাশে বসে চুপচাপ উপভোগ করছেন সেসব।

অফিসের সবার জন্য এক বক্স চকলেট কুকিজ নিয়ে এসেছেন।

রুমে ঢুকতেই অনেকগুলো বন্ধুসুলভ প্রশ্ন। ভীষণ রসিক মানুষ। অনেকগুলো জটিল রোগ তার। তবুও জীবনটা আনন্দে ভরে রাখতে পছন্দ করেন।

jagonews24.com

রোগের ব্যবস্থাপত্র দিয়ে বের হওয়ার সময় আমার হাতে কয়েকটি চকলেট ধরিয়ে দিলেন। বললেন, আপনি ব্যস্ত ডাক্তার। চকলেট খেলে শক্তি পাবেন।

মনটা আনন্দে ভরে গেলো। ধন্যবাদ জানাতেই বললো, আমার স্ত্রীকে ধন্যবাদ জানান। শুনলাম তিনি কেমোথেরাপি পাচ্ছেন। তার মাঝেও আশা হারান না। বরং তার প্রাণচাঞ্চল্য জিইয়ে রাখেন। ৫০ বছরের সংসার তাদের।

কিছু কিছু মানুষ কেবল ভালোবাসা ছড়ান। এই পৃথিবীটা তাদের জন্যই সুন্দর।

লেখক: আমেরিকার অরলান্ডো প্রবাসী চিকিৎসক।

এইচআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।