১০ জানুয়ারি দেশে ফিরেই বঙ্গবন্ধু ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন

বিভুরঞ্জন সরকার
বিভুরঞ্জন সরকার বিভুরঞ্জন সরকার
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১০ জানুয়ারি ২০২৩

মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবিত স্বদেশের মাটিতে ফিরে আসবেন, এটা কারও নিশ্চিত করে বলতে পারা সম্ভব ছিল না। পাকিস্তানি শাসকগোষ্ঠী বিচারের নামে প্রহসন করে তাঁকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। কিন্তু বিশ্ব জনমতের চাপে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু মুক্তিলাভ করেন এবং ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন।

১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গঠনের গণরায় পেলেও শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের ফলে সবকিছু ভণ্ডুল হয়ে যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শুরু হয় বাঙালি নিধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতার। ২৫ মার্চ রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পশ্চিম পাকিস্তানে নিয়ে তাঁকে জেলে বন্দি রাখা হয়। তাঁকে ‘দেশদ্রোহী’ ঘোষণা করে গোপন বিচারও শুরু করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু আজ নেই। তাঁর কন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরে বাংলাদেশের সমৃদ্ধিযাত্রা শুরু হয়েছে। তিনি স্বপ্ন দেখছেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে বাঙালি কি শেখ হাসিনার স্বপ্নযাত্রার সঙ্গী হওয়ার অঙ্গীকার করবে?

বিজ্ঞাপন

তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলেও আশঙ্কা করা হয়েছিল। কিন্তু তার মুক্তি ও নিরাপত্তার দাবি সোভিয়েত ইউনিয়ন, ভারতসহ আরও অনেক দেশ প্রকাশ্যে এবং গোপনে করতে থাকায় শেষ পর্যন্ত বিচারের নামে প্রহসন চালিয়ে তাকে হত্যার নির্বুদ্ধিতা পাকিস্তানি শাসকগোষ্ঠী দেখায়নি। বঙ্গবন্ধু শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও আত্মিকভাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের দুঃসহ দিনগুলোতে। তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। মুজিবনগর সরকারের তিনি ছিলেন রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলাম তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য ছিল। বাঙালি হারবে না সেটাও বলা যায় নিশ্চিতই ছিল। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও দৃঢ়তার সঙ্গেই বলেছিলেন, ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’। বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি জল্লাদ বাহিনী মিত্র ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হলো। কিন্তু যিনি এই স্বাধীনতার স্থপতি, যাঁর আহ্বানে বাঙালি অস্ত্র হাতে স্বাধীনতার লড়াইয়ে জীবনপণ করে ঝাঁপিয়ে পড়ল, তাঁর দেশে ফেরা কি নিশ্চিত ছিল? না, সেটা নিশ্চিত ছিল না। কারণ পাকিস্তানের শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আয়োজন সম্পন্ন করেছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। পাকিস্তানেও শাসনক্ষমতায় পরিবর্তন আসে। পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় অধিষ্ঠিত হন। ৯ মাসের নিষ্ঠুর গণহত্যা এবং বর্বর অত্যাচার-নির্যাতনের কারণে বিশ্বসম্প্রদায়ের কাছে পাকিস্তান ধিকৃত হয়।

স্বাধীন রাষ্ট্রের স্থপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিও দেশের ভেতরে বাইরে প্রবল হয়। ৯০ হাজার যুদ্ধবন্দির কথাও পাকিস্তানকে বিবেচনায় নিতে হয়। নানা ক্রিয়া-প্রতিক্রিয়া শেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্তিলাভ করে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশের মাটিতে পা রাখেন। তাকে স্বাগত জানানোর জন্য সেদিন ঢাকা শহরে জনতার ঢল নেমেছিল। বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যান ছিল লোকে লোকারণ্য।

সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। তিনি সেখানে যে ভাষণ দেন সেটা আসলে ছিল স্বাধীন দেশ কোন পথে পরিচালিত হবে তার একটি রূপরেখা। নয় মাসের কারাভোগে তিনি ছিলেন ক্লান্ত কিন্তু ভাষণে জাতিকে ঠিক দিকনির্দেশনা দিতে ভুল করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভাষণে তিনি বলেন, ‘আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে বন্দি ছিলাম, ফাঁসি কাষ্ঠে যাবার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে দাবায় রাখতে পারবে না। আমি আমার সেই যেই ভাইয়েরা জীবন দিয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’

অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘তবে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। আমি যাবার আগে বলেছিলাম এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি বলেছিলাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে সংগ্রাম করছো। আমি আমার সহকর্মীদের মোবারকবাদ জানাই। আমার বহু ভাই বহু কর্মী আমার বহু মা-বোন আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখবো না।’

যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সবার সাহায্য সহযোগিতা চেয়ে বঙ্গবন্ধু বলেন, ‘আমি আশা করি দুনিয়ার সব রাষ্ট্রের কাছে আমার আবেদন, আমার রাস্তা নাই, আমার ঘাট নাই, আমার খাবার নাই, আমার জনগণ গৃহহারা সর্বহারা, আমার মানুষ পথের ভিখারি। তোমরা আমার মানুষকে সাহায্য করো মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই। দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই। আমার বাংলাদেশকে তোমরা রিকোগনাইজ করো। জাতিসংঘের ত্রাণ দাও– দিতে হবে, উপায় নাই দিতে হবে। আমি আমরা হার মানবো না, আমরা হার মানতে জানি না।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন- ‘সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করো নাই’। কবিগুরুর কথা মিথ্যা প্রমাণ হয়ে গিয়েছে। আমার বাঙালি আজ মানুষ। আমার বাঙালি আজ দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে এত লোক আত্মাহুতি, এত লোক জান দেয় নাই। তাই আমি বলি আমায় দাবায় রাখতে পারবা না।”

আবেগাপ্লুত বঙ্গবন্ধু বলেন, ‘আজ থেকে আমার অনুরোধ- ভাই হিসেবে, নেতা হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবে নয়, প্রেসিডেন্ট হিসেবে নয়। আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের যুবক যারা আছে তারা চাকরি না পায়। মুক্তিবাহিনী, ছাত্র সমাজ তোমাদের মোবারকবাদ জানাই তোমরা গেরিলা হয়েছো তোমরা রক্ত দিয়েছো, রক্ত বৃথা যাবে না, রক্ত বৃথা যায় নাই।’

তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আজ থেকে বাংলায় যেন আর চুরি-ডাকাতি না হয়। বাংলায় যেন আর লুটতরাজ না হয়। বাংলায় যারা অন্য লোক আছে অন্য দেশের লোক, পশ্চিম পাকিস্তানের লোক, বাংলায় কথা বলে না তাদের বলছি তোমরা বাঙালি হয়ে যাও। আর আমি আমার ভাইদের বলছি, তাদের ওপর হাত তুলো না আমরা মানুষ, মানুষ ভালোবাসি।’

বিজ্ঞাপন

তিনি অঙ্গীকার করেন, ‘যারা দালালি করছে, যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করছে তাদের বিচার হবে এবং শাস্তি হবে। তাদের বাংলার স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন, একজনকেও ক্ষমা করা হবে না। তবে আমি চাই স্বাধীন দেশে স্বাধীন আদালতে বিচার হয়ে এদের শাস্তি হবে। আমি দেখিয়ে দিতে চাই দুনিয়ার কাছে শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে, শান্তিপূর্ণ বাঙালি শান্তি বজায় রাখতেও জানে।’

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন, ‘পশ্চিম পাকিস্তানের ভাইদের বলি তোমরা সুখে থাকো। তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে, আমার মা-বোনদের রেপ করেছে, আমার ৩০ লাখ লোককে মেরে ফেলে দিয়েছে, যাও সুখে থাকো। তোমাদের সাথে আর না, শেষ হয়ে গেছে। তোমরা স্বাধীন থাকো, আমিও স্বাধীন থাকি।’

তিনি সবাইকে সতর্ক করে বলেছিলেন, ‘আমি জানি ষড়যন্ত্র শেষ হয় নাই, সাবধান বাঙালি ষড়যন্ত্র শেষ হয় নাই।’ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলেন, ‘আমার রাষ্ট্রে হবে সমাজতন্ত্র ব্যবস্থা। এই বাংলাদেশে হবে গণতন্ত্র। এই বাংলাদেশে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফিরেই ‘ষড়যন্ত্র শেষ হয়নি’ বলে যে মন্তব্য করেছিলেন, তা যে কতটা অভ্রান্ত ছিল, তা স্পষ্ট হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। পাকিস্তানি শাসকগোষ্ঠী তাঁকে হত্যা করতে পারেনি। কিন্তু যে দেশটি তিনি স্বাধীনতা উপহার দিলেন, সেই দেশেই তাঁকে হত্যা করলো একদল বাঙালি। বাঙালির ভাত-কাপড়-চাকরির অধিকার তিনি চেয়েছিলেন। চেয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। কিন্তু তাঁকে এই স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া হয়নি।

বঙ্গবন্ধু আজ নেই। তাঁর কন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরে বাংলাদেশের সমৃদ্ধিযাত্রা শুরু হয়েছে। তিনি স্বপ্ন দেখছেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে বাঙালি কি শেখ হাসিনার স্বপ্নযাত্রার সঙ্গী হওয়ার অঙ্গীকার করবে?

লেখক: সিনিয়র সাংবাদিক, কলামিস্ট।

বিজ্ঞাপন

এইচআর/ফারুক/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।