লক না রেইন ডাউন?

তুষার আবদুল্লাহ তুষার আবদুল্লাহ
প্রকাশিত: ১০:১২ এএম, ০৪ জুলাই ২০২১

কে জিতেছে লকডাউন নাকি রেইনডাউন? শনিবার ঢাকার পথ ঘাট দেখে এই প্রশ্নই মনে এসেছে। ঈদের ছুটিতে যেমন সড়কে গাড়ির ভিড় , মানুষের চলাচল থাকে, তেমনটা মনে হচ্ছিল শনিবারের ঢাকাকে। বৃহস্পতি ও শুক্রবার মানুষজন কম বের হয়েছে বা বেরোতে পারেনি বৃষ্টির জন্য। রাত ও দিনভর বৃষ্টিতে ব্যক্তিগত গাড়ি যাদের আছে শুধু তারাই বের হতে পেরেছিলেন।

এরমধ্যে বরষা বিলাসে কিছু মানুষ যে একদমই বের হয়নি তা নয়। তবে ইচ্ছে থাকা সত্ত্বেও বৃষ্টির ব্যারিকেড পেরোতে পারেনি অনেকেই। শ্রমজীবী মানুষ পথে বের হয়েছেন রোজগারে প্রতিদিনই। গার্মেন্টস কর্মী, হকার, ডেলিভারিম্যান, কিছু কিছু অফিসও চলেছে। বৃহস্পতিবারের চেয়ে শনিবার বেসরকারি অফিস খোলা ছিল বেশি। আজ রোববার ভিড় আরো বাড়তে পারে। তবে আগামীকাল নতুন অর্থবছরে প্রথম ব্যাংক খুলছে। ফলে রাস্তায় গাড়ি ও মানুষের ভিড় বাড়বে ব্যাংককেন্দ্রিক। আবহাওয়ার পূর্বাভাস বলছে এই ক’দিন বৃষ্টি কম হবে । তাই রেইন ডাউনের সম্ভাবনা কম। ফলে লকডাউন কতোটা সফল হবে বলা মুশকিল ।

লকডাউন সফল করতে আইনশৃংখলা বাহিনী মাঠে আছে। তারা অহেতুক বা লকলাউন দর্শকদের আটক করছে, তল্লাশী করছে। কিন্তু নাগরিকদের মাঝে দায়িত্বশীলতা তৈরি না হলে তাদের পক্ষে লকডাউনে মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হবে না। নাগরিকেরা যদি চিকিৎসকের এক বছরের পুরনো ব্যবস্থাপত্র নিয়ে পথে নামেন, আন্ডারগ্রাউন্ড বা অপিরিচিত গণমাধ্যমের পরিচয় দেওয়া গাড়িতে যদি যাত্রী পারাপার হয়, অ্যাম্বুলেন্সে বরযাত্রী বহন করা হলে আইন শৃংখলাবাহিনীও অসহায় বোধ করবে।

আমরা লকডাউনে শুধু প্রধান সড়ক গুলোর কথাই বলছি, অলিগলির কথা বলছি না। পাড়া মহল্লাতে মানুষের জটলা আছেই। সেখানে মাস্কযুক্ত মানুষের সংখ্যাও নগণ্য। লকডাউন পাড়া মহল্লা পর্যায়ে সফল করতে প্রয়োজন ছিল স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করা। ওয়ার্ড কাউন্সিলাররা তাদের নিজ নিজ এলাকার জনসমাগম বন্ধ বা কমাতে পারতেন। কিন্তু এখন ভ্রাম্যমাণ আইন শৃংখলা বাহিনীর সঙ্গে চলছে মহল্লার মানুষদের টিলো এক্সপ্রেস খেলা। পুলিশ সেনাবাহিনী দেখলে সরে যাচ্ছে, তারা চলে গেলে আবার এসে জড়ো হচ্ছে। ফলে কাঙ্খিত লক বাস্তবে ডাউন হচ্ছে না।

ঢাকার বাইরের দৃশ্যপট একই। শহর এলাকা ছাড়া সব জায়গাতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মানুষ বাজার হাটে যাচ্ছে আগের মতোই। করোনা সংক্রমণের বিস্তার ও মৃত্যু বাড়ছে এ খবর জানার পরেও, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যাচ্ছে না। এর কয়েকটি কারণের মধ্যে রয়েছে- গত কয়েকদফা লকডাউনে সহজ চলাচলকে প্রশ্রয় দেওয়া।

জেলা থেকে জেলায় চলাচল স্বাভাবিক রাখা, পোশাক কারখানাসহ আরো তল কারখানা খোলা রাখা। যারা অফিস ও কারখানা খোলা রেখেছে তারা কর্মীদের জন্য পরিবহনের ব্যবস্থা করতে পারেনি। ফলে কিছু মানুষ ঘরে আটকা থাকলেও জীবন ও জীবিকার জন্য বাকিদের বের হতে হচ্ছে। রিকশা চলছে। কিন্তু রিকশা চালক ও যাত্রী করোনা মুক্ত থাকবে, সেই গ্যারান্টি কে দিচ্ছে? খাবার বা অন্যান্য ডেলিভারিম্যানদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা দিতে পারবে কেউ?

সোমবার থেকে ব্যাংক খুলছে। বাজার ও বড় মুদি দোকান খোলা। এগুলোকে নিরাপদ ভাবা যাবে? সেখান থেকে সংক্রমণ ছড়াবে না ? আর পণ্যবাহী ও অন্যান্য পরিবহন চলাচলতো সারাদেশেই উন্মুক্ত। এর মধ্য দিয়ে অদৃশ্য অণুজীবের সফর সচল রবে না, এ কথা কি বিশ্বাসযোগ্য? তারপরও আগের চেয়ে অপেক্ষাকৃত কঠোর এখনকার লকডাউন। কারণ মানুষ নিজে থেকেও বের হচ্ছে কম। বিশেষ করে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণি। ফলে লকডাউনকে প্রথম তিনদিনে আগের চেয়ে সফল মনে হচ্ছে। আরো সফল করতে প্রকৃতির উপর ভরসা করা ছাড়া উপায় নেই, ঘন ঘোর বরষাই পারে অহেতুক বাইরে বের হওয়া মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে।

লেখক : গণমাধ্যমকর্মী।

এইচআর/এমকেএইচ

আমরা লকডাউনে শুধু প্রধান সড়ক গুলোর কথাই বলছি, অলিগলির কথা বলছি না। পাড়া মহল্লাতে মানুষের জটলা আছেই। সেখানে মাস্কযুক্ত মানুষের সংখ্যাও নগণ্য। লকডাউন পাড়া মহল্লা পর্যায়ে সফল করতে প্রয়োজন ছিল স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করা। ওয়ার্ড কাউন্সিলাররা তাদের নিজ নিজ এলাকার জনসমাগম বন্ধ বা কমাতে পারতেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।