অভিনন্দন সাকিব


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৭ নভেম্বর ২০১৪

সাইফ বরকতুল্লাহ

সাকিব.. সাকিব... সাকিব। সাকিবে কুপোকাত জিম্বাবুয়ে। সাকিবের শ্রেষ্ঠত্ব দেখল বাংলাদেশ, দেখল ক্রিকেট বিশ্ব। সাকিব দেখাল, নিষেধাজ্ঞার সময় দেশ-বিদেশে সমর্থকরা কেন তাকে সাপোর্ট করেছিল। কেন সাকিব সমর্থকরা বিসিবির সমালোচনা করেছিল।

ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে এক টেস্টে শত রান করার পাশাপাশি দশ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ১৯৮০ সালে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও ১৯৮৩ সালে পাকিস্তানের ইমরান খান এ রেকর্ড গড়েন। খুলনা টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলার পর প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেন দেশসেরা এই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সফল না হলেও (৬ রান) বল হাতে কাজের কাজটি করেছেন সাকিব। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তুলে নেন পাঁচ উইকেট। ফলে জিম্বাবুয়েকে সিরিজের দ্বিতীয় টেস্টে হেসেখেলেই ১৬২ রানে পরাজিত করেছে মুশফিকের দল।

সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন সাকিব। তবে দুই ইনিংসে সাত (৬+১) উইকেট নিয়ে সামনে থেকেই বাংলাদেশকে জয়ে নেতৃত্ব দেন।

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩ টেস্ট খেলে ২১ উইকেট নিয়েছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের যেকোন ক্রিকেটারের যা সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড । শুক্রবার সেই রেকর্ড ভাঙ্গেন সাকিব আল হাসান।

টেস্ট ইতিহাসে মাত্র দুজনের ছিল এই কীর্তি। এতেই পরিষ্কার, সাকিবের অর্জনটা কত বড়! কাজটা যে কতটা কঠিন, গত ৩১ বছরে অনেক বড় বড় তারকা অলরাউন্ডারের আবির্ভাব হলেও কিন্তু গড়তে পারেননি আর কেউ। তিন দশক পর বোথাম-ইমরানের পাশে বসলেন সাকিব।

আগের দিনই একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি দুবার গড়ে সোবার্স, বোথাম, মুশতাক মোহাম্মদ, জ্যাক ক্যালিসদের পাশে নাম লিখিয়েছিলেন। জাত চেনালেন সাকিব।

মাঠে প্রত্যাবর্তনটা সাকিবের দারুণ হলো। মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় দেশের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হলেন। টিমের সবাই যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে, নিষিদ্ধ সাকিব দেশে বসে টিভির পর্দায় টিমের ক্রমাগত পরাজয় দেখেছেন। টিমের সবাই যখন দলবেঁধে প্রাকটিসে ব্যস্ত নিষিদ্ধ সাকিব তখন নেটে একা ঘাম ঝরাতে ব্যস্ত। তবে সেই দুঃসময়ে যা কিছুই ঘটুক, সাকিব সব ভুলে নিজেকে মেলে ধরলেন। জবাব দিলেন নিষিদ্ধ সময়ের। এঅভিনন্দন সাকিব। বার তাহলে ক্রিকেট বোর্ড কী সাকিবের বিদেশী টুর্নামেন্ট (আইপিএল) খেলার সুযোগ দিবেন?

সাইফ বরকতুল্লাহ : কবি, সাংবাদিক ও গবেষক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।