জাবিতে নবীনদের বরণ করলো ছাত্র ইউনিয়ন


প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৫ আগস্ট ২০১৫

‘জাকসু মোদের অধিকার, পূর্ণাঙ্গ হোক গ্রন্থাগার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র ইউনিয়নের নবীনবরণের অনুষ্ঠান শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (৪৪তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা ও প্রতিবাদী গানের মধ্য দিয়ে এ নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্রনেতা হাসান তারেক এবং ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি সৈকত শুভ্র আইচ মনন।

অনুষ্ঠানের শুরুতে আলোচনায় জাকসুর সাবেক সাহিত্য সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী বলেন, “গণতন্ত্র পাহারাদারিত্ব ছাড়া সুরক্ষিত নয়। সেটা নির্বাচন অনুষ্ঠিত হলেও নয়, না হলেও নয়। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ যদি কার্যকর না হয়, তাহলে বৃহত্তর পর্যায়ে গণতন্ত্র্রের চিন্তাভাবনা করা ভুল হবে।”

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান তারেক তার বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার সংকট দূর করতে হলে যে আকাঙ্খা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তার বাস্তবায়ন আগে করতে হবে। আর সেই আকাঙ্খার উদ্দেশ্য হলো দখলদারিত্ব ও খবরদারি মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “যদি মুক্তিযুদ্ধের আকাঙ্খা বাস্তবায়ন করতে চান তাহলে জাকসু নির্বাচন দিন। ছাত্র সংসদ নির্বাচন ব্যতিরেকে গণতন্ত্রায়ন সম্ভব নয়। পাশাপাশি পূর্ণাঙ্গ লাইব্রেরি ও গবেষণাগার প্রতিষ্ঠা ব্যতীত শিক্ষার সঠিক মানও নিশ্চিত হবে না।”

আলোচনা অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন জাবি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নবীনদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন মেঘদল, মাদল, সিনা হাসান এবং সায়েম জয়ের ব্যান্ড দলের শিল্পীরা।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।