মাটির টানে বাড়ি ফেরা নির্বিঘ্ন হোক

সম্পাদকীয়
সম্পাদকীয় সম্পাদকীয়
প্রকাশিত: ০৪:১৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

আগামীকাল শনিবার ২ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রতিবছরই বিপুল সংখ্যক মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য শহর ছেড়ে গ্রামে যায়। তাদের যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। বিশেষ করে ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজট চরম আকার ধারণ করে। এ নিয়ে নিয়ে মানুষের দুর্ভোগের কোনো সীমা পরিসীমা নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এখন থেকেই।

যানজট নিরসনে নানা উদ্যোগের পরও সড়ক মহাসড়কে যানজট লেগেই আছে। এ জন্য মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে পশুবাহী ট্রাক মহাসড়কে চলাচল করায় যানজট আরো বাড়িয়েছে। রাজধানীতে সারা বছরই মানুষজন যানজটের নিগড়ে পিষ্ট হয়। মহাসড়কে উঠেও যদি তাদের যানজটে পড়তে হয় তাও আবার ঈদের মত উৎসবে এরচেয়ে দুঃখজনক আর কী হতে পারে।

মহাসড়কে যদি যানজট হয় তাহলে সেটি মহাসড়ক হয় কী করে-এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবছরই একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলেও অবস্থার কোনো উন্নতি নেই। বরং এটা যেন ললাট লিখন হয়ে দাঁড়িয়েছে। এবার বন্যা ও বর্ষায় মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত এগুলোর সংস্কার করতে হবে।

দূরপাল্লার বাসগুলো যাতে ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারেও কর্তৃপক্ষকে নজরদারি চালাতে হবে। অননুমোদিত বাস চলাচলের ব্যাপারেও দৃষ্টি দিতে হবে। কারণ ঈদে মুনাফার লোভে লোকাল বাসও হাইওয়েতে চলে। এগুলোর ফিটনেস না থাকায় অনেক ক্ষেত্রেই রাস্তায় বিকল হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে রাস্তা থেকে নষ্ট বাস সরানোর তেমন কোনো ব্যবস্থা থাকে না। এ কারণে দেখা দেয় তীব্র যানজট। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অননুমোদিত বাস যাতে চলতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। কথা এই যে, কেবল নির্দেশ দিলেই হবে না, এটি যাতে পালন করা হয় তার দিকেও নজর রাখতে হবে। রাস্তার ওপর গরুর হাঁট বসার কারণেও দেখা দেয় তীব্র যানজট। রাস্তায় যাতে গরুর হাঁট বসতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

বিপুল সংখ্যক মানুষ যারা মাটির টানে প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে গ্রামে যাবেন তাদের আনন্দ যেন যাত্রাপথের ভোগান্তিতে নষ্ট না হয়ে যায় সেইদিকে নজর দেওয়াই এখনকার সবচেয়ে বড় দায়িত্ব। এ ব্যাপারে কোনো উদাসীনতা কাম্য নয়। কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থায় মাটির টানে বাড়ি ফেরা মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারবে এটিই আমাদের প্রত্যাশা।

এইচআর/এমএস

‘এবার বন্যা ও বর্ষায় মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত এগুলোর সংস্কার করতে হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।