যেভাবে মর্মান্তিক ১৫ আগস্ট তৈরি হলো
কাঁদো বাঙালি কাঁদো। আজ ১৫ আগস্ট, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী।
১৯৭৫ সালের কালরাত্রিতে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ’৭১-এর পরাজিত শক্তি সদ্য স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেয়ার অপচেষ্টা চালায়। সামরিক-বেসামরিক, আমলাতন্ত্র, ষড়যন্ত্রকারী কতিপয় রাজনীতিকের সহযোগিতায় ইতিহাসের মূল ধারাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়। আমাদের ইতিহাসের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত সাংবাদিক লরেন্স লিপৎসুজ লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবকে কখনোই মেনে নিতে পারেনি। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার ’৭১-এর পরাজয়কে তার ব্যক্তিগত পরাজয় হিসেবে ধরে নিয়েছিলেন। ঠিক একইভাবে পাকিস্তানি সেনা শাসকরা ও তাদের দোসর জুলফিকার আলী ভুট্টোও ’৭১-এর পরাজয়কে মনে করেছিলেন ব্যক্তিগত পরাজয় হিসেবে।
’৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (আইএসআই) প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খুনি মোশতাকের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের নীলনকশা প্রণয়নের কাজ শুরু করে।
স্বাধীনতার অব্যবহিত পরে সিআইএ ও আইএসআই তাদের নীলনকশা প্রণয়নে আরও বেশি কার্যকর তৎপরতা চালায়।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর অনুগত ছাত্রলীগের দ্বিধা-বিভক্তি ও নতুন রাজনৈতিক দল গঠন, বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত আন্দোলন, চীনপন্থী কমিউনিস্টদের সর্বহারা পার্টির নামে সশস্ত্র সংগ্রাম ও আওয়ামী লীগের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা বঙ্গবন্ধু হত্যার প্লট তৈরি করতে সহায়তা করে।
১৯৭৪ সালের ভয়াবহ বন্যায় দেশের মানুষ চরম খাদ্য সঙ্কটে নিপতিত হয়। বঙ্গবন্ধু সারা বিশ্বের মানুষের প্রতি খাদ্য সহায়তার আহ্বান জানান। সিআইএ-এর চক্রান্ত কত গভীর ছিল তা ওই কৃত্রিম দুর্ভিক্ষের কথা স্মরণ করলে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। এন্থ্যনি মাসকারেনহাসের লিখিত ‘বাংলাদেশ এক রক্তাক্ত দলিল’ বইয়ের পাতায় পাতায় ষড়যন্ত্রের চিহ্নগুলো কালবেদনার অক্ষরের মতো স্পষ্ট চোখে ভেসে আসে, আমাদের স্মরণ করিয়ে দেয় এক শ্রেণির আওয়ামী লীগার ও বিরোধী দল সমূহের কর্মকাণ্ড।
বঙ্গবন্ধু ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয় কিছু বিপথগামী সেনা কর্মকর্তাদের হাতে, ওই সেনা অফিসারদের মধ্যে যেমন ছিল মুক্তিযোদ্ধা অফিসার, তেমন ছিল পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তা। বঙ্গবন্ধু হত্যার যে বিভৎস বর্ণনা উঠে এসেছে বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীদের জবানবন্দিতে তা পড়লে যেকোনো বাঙালির গা শিউরে উঠবে। এ প্রসঙ্গে আমরা পরে আসি।
যদিও তৎকালীন বিরোধী দল সমূহ বঙ্গবন্ধু সরকারের পতন ঘটানোর জন্যে নিয়মতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক সব পথেই বেছে নিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু সরকারের অভ্যন্তরে লুকায়িত শক্তি জাতীয় ও আন্তর্জাতিক মদদে বঙ্গবন্ধুকে খুনের সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যায়। একটি ছোট্ট উদাহারণ- মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করে ব্যর্থ হয়, এ সময় তার সচিব ছিল পরবর্তীকালে অন্যতম ডাকসাইটে আমলা মাহাবুব আলম চাষী। ১৯৭৪ সালের ভয়াবহ বন্যা পরবর্তী দুর্ভিক্ষ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র পিএল ফোর এইট্টির মাধ্যমে যে খাদ্য সহায়তা পাঠিয়েছিল তা ফিরিয়ে নিয়ে যায় এবং বঙ্গোপসাগরে নিক্ষেপ করে। ভয়াবহ বন্যার পর বন্যা উত্তর কর্মসূচিকে রাষ্ট্রীয়ভাবে স্বনির্ভর বাংলাদেশের কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়। এই কর্মসূচির পরিচালক করা হয় মাহাবুব আলম চাষীকে। খন্দকার মোস্তাক তাকে এই পদে নিয়োগের ব্যবস্থা করে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সদ্য স্বাধীন বাংলাদেশে এক ভয়াবহ অস্থিরতার জন্ম দেয়। ১৯৭৫ সালের মার্চ মাসের শেষের দিকে কুমিল্লার বার্ডে এই কর্মসূচির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন খন্দকার মোশতাক, তাহের উদ্দিন ঠাকুর, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক খুরশিদ আলম, মাহাবুব আলম চাষীসহ আরও অনেকে। নিজের চোখে দেখা এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন খুরশিদ আলম।
সম্মেলনের দ্বিতীয় দিন বিকেলে একটি সামরিক জিপে সাদা পোশাকে মেজর আবদুর রশিদ এবং আরেক সামরিক অফিসার রেস্ট হাউসে আসে। তারা খন্দকার মোশতাকের কক্ষে প্রবেশ করে। মাহাবুব আলম চাষী এ সময় তাহের উদ্দিন ঠাকুরকে নিয়ে সেই কক্ষে যায়। সেখানে তারা ৩০/৪০ মিনিট কথা বলার পর মাগরিবের আজানের আগে সেনা অফিসার দু’জন চলে যায়। পরবর্তীতে মে বা জুন মাসে মোশতাকের গ্রামের বাড়ি এলাকার একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে মোশতাকের বাড়িতে চা পানের সময় মোশতাক, তাহের উদ্দিন ঠাকুর এবং শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গবন্ধুর বিভিন্ন নীতি নির্ধারণী কর্মসূচির সমালোচনা করতে থাকে। খন্দকার মোশতাককে সেদিন এসব নীতি নির্ধারণী কর্মসূচির বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলতে দেখা যায়। একই বছর জুন-জুলাই মাসে দাউদকান্দি মাদরাসা প্রাঙ্গণে পরিবার পরিকল্পনার এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোশতাক, তাহের উদ্দিন ঠাকুর এবং আলী আশরাফ উপস্থিত ছিলেন। পরে মাহাবুব আলম চাষীও আসে। সম্মেলন চলকালে সামরিক জিপে আসে মেজর আবদুর রশিদ, মেজর ফারুক, মেজর শাহরিয়ার এবং আরও কয়েকজন সেনা অফিসার। সম্মেলন শেষে মোশতাক, তাহের উদ্দিন ঠাকুর, মাহাবুব আলম চাষী, মেজর রশিদ, মেজর ফারুক এবং মেজর শাহরিয়ার মোশতাকের গ্রামের বাড়ি যায়। বঙ্গবন্ধুর খুনিদের এই তৎপরতা ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। এসব বৈঠকের আলোচনায় তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। কাঙ্ক্ষিত পদন্নোতি না পেয়ে চাকরি ছেড়ে দেয়ার আগে লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রশিদ খান ১৯৭৩ সালে কুমিল্লায় ছিল। খুনি মেজর ডালিম, ক্যাপ্টেন বজলুল হুদা, মেজর আজিজ পাশা প্রথম ফিল্ড আর্টিলারিতে সেখানে কর্মরত থাকাকালে তাদের সঙ্গে শাহরিয়ারের ঘনিষ্ঠতা হয়। ওই সময়ে ঢাকার লেডিস ক্লাবে মেজর ডলিমের এক আত্মীয়ের বিয়েতে ডালিমের স্ত্রীসহ কয়েকজন লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ল্যান্সার ইউনিট ও দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কিছু অফিসার ও অন্যান্য র্যাং কের কিছু সেনা সদস্য আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার বাড়ি আক্রমণ ও তছনছ করে। এই ঘটনার পর শৃঙ্খলা ভঙের দায়ে খুনি ডালিম ও খুনি নূর চৌধুরীসহ কয়েকজনের চাকরি চলে যায়। শাহরিয়ার চাকরি ছাড়ার পর ঢাকায় পুরনো টিভি-ফ্রিজ মেরামতের ব্যবসা শুরু করে। তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘শেরী এন্টারপ্রাইজ’ ছিল মেজর ডালিম, মেজর নূর চৌধুরী, আজিজ পাশা, ক্যাপ্টেন বজলুল হুদার ওঠা-বসার কেন্দ্র। সেখানে তারা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও অন্যান্য নেতৃবৃন্দের সমালোচনা করত। ঠিক এই সময়ে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির মেজর খুনি খন্দকার আবদুর রশিদ ভারতে প্রশিক্ষণ শেষ করে এর অধিনায়কের দায়িত্বে যোগদান করায় ডালিম একদিন তার সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা তাকে জানিয়ে প্রতিকারের জন্য সাহায্য কামনা করে। মেজর রশিদ তাকে সাহায্যের আশ্বাস দেয়। এইভাবে চলতে থাকে বঙ্গবন্ধু হত্যার নীল নকশা ও বাস্তবায়নের কাজ।
কর্নেল রশিদ ও কর্নেল ফারুক একাধিকবার জিয়াউর রহমানের সঙ্গে দেখা করে। জিয়াকে তাদের পরিকল্পনার কথা জানায়। জিয়া তাদের নিরুৎসাহিত না করে এ কথা বলে যে, তোমরা কিছু করতে পারলে কর। আমি কোনোকিছুতেই বাধা হয়ে দাঁড়াব না। এইভাবে একটি দেশ চলতে পারে না।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞের অংশ। বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেদিন রাতে শুরু হয় ফিল্ড আর্টিলারির রাত্রিকালীন প্রশিক্ষণের নামে হত্যাকাণ্ড বাস্তবায়নের চূড়ান্ত তৎপরতা। তারা প্রথমে বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে মেশিনগানের গুলি ছুঁড়তে থাকে। বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজন যে যেখানে বসবাস করত সেই বাড়িগুলোও ঘেরাও করা হয়।
বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম শহীদ হন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল। আক্রান্ত হওয়ার পর বঙ্গবন্ধু কয়েক ঘণ্টা সময় পেয়েছিলেন। তিনি তৎকালীন সেনাপ্রধান’সহ বিভিন্ন বাহিনীর প্রধানদের এগিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু কেউ বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদেরকে একে একে হত্যা করা হয়। একপর্যায়ে বঙ্গবন্ধু নিজেই সিঁড়িতে দাঁড়িয়ে ঘাতকদের উদ্দেশ্যে বজ্র কণ্ঠে বলেন, ‘তোরা কী চাস, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস?’ কিন্তু ঘাতকের বুলেট বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধুকে স্তব্ধ করে দেয়, স্তদ্ধ হয়ে যায় ইতিহাসের চাকা। এরপর একে একে হত্যা ও খুনের জিঘাংসায় মেতে ওঠে তারা। বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল ও তার নববিবাহিতা স্ত্রী, শেখ জামাল ও নববিবাহিতা স্ত্রীসহ পরিবারের সকল সদস্যকে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঠেলে দেয়। বঙ্গবন্ধুর কনি্ষ্ঠ ছেলে শেখ রাসেল যার বয়স ছিল ১০ বছর, ওই সময় ভয়ে বঙ্গবন্ধুর বাড়ির পাচক রমার কোলে আশ্রয় নেয়। খুনি ঘাতকরা সেখান থেকে নিষ্পাপ শিশু রাসেলকে টেনেহিঁচড়ে নিয়ে হত্যা করে। রাসেল বার বার চিৎকার করে বলছিল, আমি আমার মায়ের কাছে যাব। কিন্তু ঘাতকের দল তাকেও রেহায় দেয়নি। একই দিনে খুন হন বঙ্গবন্ধুর ভাগ্নে মুজিব বাহিনীর কমান্ডার, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি। খুন করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতকে পরিবারসহ। বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহর শিশু সন্তানকেও খুন করা হয়। খুন করা হয় বঙ্গবন্ধুর ভ্রাতা শেখ আবদুর নাসেরকে। বিদেশে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু ও তার পরিবারের এই নারকীয় হত্যাযজ্ঞের ইতিহাস লিখে শেষ করা যাবে না।
কালের চাকা থেমে থাকে না। ইতিহাস রুখে দাঁড়ায়, এদেশের ছাত্র-জনতা খুনি সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে থাকে। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে একের পর এক হত্যা-ক্যু চলতে থাকে। এই হত্যা ক্যু’র রাজনীতির মাধ্যমে ক্রমান্বয়ে মঞ্চে আসে মূল সুবিধাভোগী জেনারেল জিয়াউর রহমান। কিন্তু খুনি জিয়া খুন হয়ে যায় চট্টগ্রামে এক ব্যর্থ অভ্যুত্থানে, ক্ষমতায় আসে খুনি জেনারেল এরশাদ।
১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত লাগাতার আন্দোলনের মাধ্যমে ১৯৯০ এর ৪ ডিসেম্বর ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে সামরিক তন্ত্রের পতন ঘটে। পদত্যাগে বাধ্য হয় অবৈধ রাষ্ট্রপতি এরশাদ।
১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে পদার্পণ করেন সব হারানোর বেদনা নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। লড়াই-সংগ্রামের ধারায় এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার সকল সম্ভাবনা থাকার পরও বিরোধী দলে স্থান করে নিতে হয় আওয়ামী লীগকে। ১৯৯৬ সালের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিজয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর কন্যা সর্বংসহা বেদনায় নীল হয়ে যাওয়া শেখ হাসিনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকার গঠন করে বিদ্বেষপ্রসূত না হয়ে প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রমে উদ্যোগী হন।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের রায়ে বিশজনকে মৃত্যদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আপিল বিভাগ ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খুনিদের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি। যেসব খুনিদের মৃত্যদণ্ড কার্যকর করা হয় তারা হলো- খুনি কর্নেল ফারুক, মেজর হুদা, কর্নেল মহিউদ্দিন (ল্যান্সার), কর্নেল মহিউদ্দিন আর্টিলারি ও কর্নেল সুলতান শাহরিয়ার খান।
ছয় খুনির মধ্যে লে. কর্নেল নূর চৌধুরী, লে. কর্নেল রাশেদ চৌধুরী, কর্নেল ডালিম, লে. কর্নেল রশীদ, ক্যাপ্টেন আবদুল মাজেদ, রিসালদার মুসলেহ উদ্দিন পলাতক রয়েছে। অপর এক খুনি মেজর পাশা পলাতক অবস্থায় মৃত্যুবরণ করে।
শোককে শক্তিতে ধারণ করে ১৫ আগস্টে আমাদের শপথ হোক- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশে রূপান্তরিত করা। দাবি জানাই পলাতক খুনিদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করার। জয় আমাদের অনিবার্য।
লেখক: আওয়ামী লীগ নেতা ও নব্বইয়ের গণ-অন্দোলনে সর্বদলীয় ছাত্র-ঐক্যের নেতা।
এমএআর/এআরএস/জেআইএম