সন্ত্রাসের বিরুদ্ধে এক হোক বিশ্ব


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৬ জুন ২০১৭

বার বার সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হচ্ছে যুক্তরাজ্য। ম্যানচেস্টার হামলার রেশ না কাটতেই গত শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে ও বরো মার্কেটে ছুরি নিয়ে সাধারণ মানুষের ওপর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অত্যাসন্ন। হামলার কারণে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখা হয়েছে। বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

যুক্তরাজ্যে তিন মাসের মধ্যে শনিবারের হামলা ছিল তৃতীয় ঘটনা।গত মার্চে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর এক গাড়ি হামলায় পাঁচজন নিহত হয়। এছাড়া মানচেস্টারের একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন।

এটা খুবই উদ্বেগের বিষয় যে বিশ্বব্যাপী এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেই চলেছে। এর আগে বাস্তিল দিবসের দিন উৎসবমুখর ফ্রান্সের নিস শহরেও মানুষের ওপর ট্রাক তুলে দেয়া হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আইএস হামলার দায় স্বীকার করেছিল। যুক্তরাজ্যে হামলার দায়ও স্বীকার করেছে আইএস।ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এ হামলাকে ভয়ংকর ঘটনা হিসেবে উল্লেখ করে স্থগিত করেছেন নির্বাচনী প্রচারণা।

যুক্তরাজ্য উদার গণতান্ত্রিক দেশ। সেখানে সব ধর্মের ও বর্ণের মানুষ বসবাস করে। হামলার পর ইসলামিক স্টেটের দায় স্বীকারের পর সন্দেহের তীর তাদের দিকেই যাবে এটি লেখার অপেক্ষা রাখে না। এ ধরনের হামলা শুধু যুক্তরাজ্য নয় সারাবিশ্বেই আতঙ্ক ছড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বের বড় দলগুলো এখন যুক্তরাজ্যে অবস্থান করছে। হামলার ঘটনা প্রভাব ফেলেছে ক্রিকেট বিশ্বেও। যুক্তরাজ্যের হামলা নিয়ে শান্তিকামী বিশ্ব উদ্বিগ্ন। এ ধরনের হামলা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে বিশ্বকে। সন্ত্রাসের মূল খুঁজে বের করতে হবে। আমরা বিশ্বকে সন্ত্রাসমুক্ত দেখতে চাই।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।