মর্মান্তিক


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৩ অক্টোবর ২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃত্যু জীবনের অমোঘ এক বিধান। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেগুলো মেনে নেয়া খুব কষ্টের। এই হৃদয়বিদারক মৃত্যুর কোনো সান্ত্বনা নেই। এ ব্যাপারে তদন্ত করে দেখতে হবে কারো কোনো অবহেলা আছে কি না।   

গত মঙ্গলবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেলভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। আগুনে চার কক্ষের পুরো বাড়িটি মালামালসহ পুড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা পরিবারের পাঁচ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রানী (৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রানী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন খরেশ ও তার শিশুকন্যা নাইস (১৩) এবং ছেলে নির্ণয় (৮)। তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মৃতরা হলেন-পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের খরেশ চন্দ্র, তার স্ত্রী কেয়া রানী, তার শিশুকন্যা নাইস, ছেলে নির্ণয় ও শ্যালিকা সন্ধ্যা রানী।

এই মৃত্যুকে ‘দুর্ঘটনাজনিত’ মৃত্যু বলা হলেও আসলে কি তাই? বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে বাড়িতে আগুন লাগে। যদি বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ লাইনের যথাযথ রক্ষণাবেক্ষণ করতো তাহলে কি এই দুর্ঘটনা ঘটতো? আসলে এজন্য কাউকে তো দায় নিতে হবে। কর্তৃপক্ষের অবহেলা যে নেই সেটি কি বলা যাবে? এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এরপরও একটি পরিবার নিঃশেষ হয়ে গেল। করুণ মৃত্যু ঘটলো কেন, কি তাদের দোষ তারা জানতেও পারলো না!

এ ধরনের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। বিদ্যুতের সঞ্চালন লাইনের নানা সমস্যা দেশব্যাপীই আছে। খোদ রাজধানীতেই বিদ্যুতের তার, ডিশ লাইনের তার, টেলিফোনের তারসহ অন্যান্য সংস্থার তার আছে জড়াজড়ি করে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনাও দুর্লভ নয়। সব দিক বিবেচনা করে যেখানে যেখানে যে ধরনের সমস্যা আছে তা সমাধানে ব্যবস্থা নিতে হবে। ঠাকুরগাঁওয়ের মর্মান্তিক ঘটনায় কোথাও কোনো গাফিলতি ছিল কিনা সেটি ক্ষতিয়ে দেখতে হবে। নিহতের স্বজনদের পাশে দাঁড়াতে হবে। দিতে হবে ক্ষতিপূরণ। আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে নিরাপদ করতে হবে। কোথাও বিপজ্জনক কিছু থেকে থাকলে তা তাড়াতাড়ি ঠিক করতে হবে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।