বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদার হোক

ইরিনা হক
ইরিনা হক ইরিনা হক , গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রিল্যান্স কলামিস্ট
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৪ মে ২০২৩

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রোববার ঢাকায় এসেছেন।‘ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ,’ বলেছেন সারাহ কুক, যিনি রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে সারাহ কুক বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দৃঢ় সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নসহ অনেক ভাগাভাগি স্বার্থে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। নিরাপত্তা, ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সারাহ কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের কান্ট্রি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে ৫১ বছর আগে ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বাংলাদেশের ইতিহাসে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্রিটেনের সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক সম্পর্ক ৪ ফেব্রুয়ারি, ১৯৭২ থেকে দেখতে পাওয়া যায়। বাংলাদেশকে তার স্বীকৃতি প্রদানের মাধ্যমে, ব্রিটেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বৈধতা প্রদান করে এবং শিগগির অন্য ইউরোপীয় দেশগুগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ অনুসরণ করে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্ধশতাব্দী পেরিয়ে গেছে, যা দুই দেশের মধ্যে দৃঢ় অংশীদারত্বের সাক্ষ্য বহন করে।

১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানীতে একটি ব্রিটিশ হাইকমিশন প্রতিষ্ঠার সাথে সাথে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার অ্যালেক ডগলাস-হোম বাংলাদেশ সফর করেন। সেই থেকে, যুক্তরাজ্য বাংলাদেশের গবেষণা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, দারিদ্র্য বিমোচন, শিক্ষার উন্নতি, নারী ও শিশুদের আয়ু বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ অংশীদার। এসবই গত ৫০ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতিতে সাহায্য করেছে। যুক্তরাজ্য বাংলাদেশের সামরিক, পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৩ সালে বাংলাদেশ সফর করেন। সেই সফরের সময়, তিনি ঢাকা থেকে ৩৫ মাইল দক্ষিণে একটি আদর্শ গ্রাম পরিদর্শন করতে বাংলাদেশে ট্রেনে ভ্রমণ করেন। গত কয়েক দশক ধরে, প্রিন্স অফ ওয়েলস, প্রিন্সেস রয়্যাল, প্রধানমন্ত্রী জন মেজর, টনি ব্লেয়ার এবং ডেভিড ক্যামেরন একটি উদীয়মান জাতির সাক্ষী হতে বাংলাদেশ সফর করেছেন। এই পুরো সময়, বাংলাদেশ এবং যুক্তরাজ্য দারিদ্র্য, বন্যা এবং তীব্র ঘূর্ণিঝড় মোকাবিলায় একসাথে কাজ করেছে এবং এটি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করেছে।

বর্তমান সম্পর্ককে কৌশলগত সম্পর্কে উন্নীতকরণ
বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বলেছেন, ‘এখন সময় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের। অংশীদারত্বের ক্ষেত্রে আমাদের ঐতিহ্যগত পদ্ধতির পরিবর্তন করতে হবে।’ ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরকালে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বাংলাদেশ এ ৫০: দ্য রেজিলিয়েন্ট ডেল্টা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। দেশগুলোকে সত্যিকার অর্থে কৌশলগত হতে হবে এবং শান্তিরক্ষা, সন্ত্রাস দমন, সামুদ্রিক ও বিমান নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও উদ্ভাবনে অংশীদারত্বে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান।

‘ইন্দো-প্যাসিফিক’ কৌশলের কাঠামোর অধীনে সহযোগিতা
২০২১ সালের মার্চ মাসে, যুক্তরাজ্য ঘোষণা করেছিল যে দেশটি ইন্দো-প্যাসিফিকের দিকে ‘ঝুঁকে পড়বে’, নীতির যৌক্তিকতা ছিল ইন্দো-প্যাসিফিকের কেন্দ্রস্থলে যুক্তরাজ্যের শক্তিশালী এবং সমন্বিত উপস্থিতি সিমেন্ট করা। যুক্তরাজ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহত্তর পরিসরে তার উপস্থিতি দেখতে চায় এবং বাংলাদেশকে এই অঞ্চলের অংশীদার হিসেবে চায়। যুক্তরাজ্যের নিজস্ব ইন্দো-প্যাসিফিক কৌশল রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ইন্দো-প্যাসিফিক আউটলুকের প্রধান লক্ষ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের সাথে দেশের সম্পর্ক বাড়ানো, এই অঞ্চলে জড়িত হওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অন্য দেশগুগুলোর দ্বারা ভাগ করা সাধারণ সমস্যাগুলোর সমাধান করা।

উদাহরণ স্বরূপ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য একটি নতুন ইন্দো-প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছে এবং সেইসাথে একটি নিরপেক্ষ বৈদেশিক নীতি হিসেবে এগিয়ে যাওয়ার লক্ষ্যগুগুলো তুলে ধরেছে। অন্য কথায়, বাংলাদেশ সম্ভবত ইন্দো-প্যাসিফিক আউটলুকের মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নেতার অবস্থান নেওয়ার জন্য তার নিজস্ব অবস্থান স্পষ্ট করবে, বরং যেকোনো রাজনৈতিক ব্লকে যোগ দেবে। বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে হেয় করে। বাংলাদেশও তার ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গিকে অর্থনৈতিক মূলের দিকে পরিচালিত করে, যখন নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থের অধীন থাকে।

এতে যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছাবে। বাংলাদেশ ব্রিটিশ সরকারের কাছ থেকে আস্থা অর্জন করতে পারে কারণ যুক্তরাজ্য ইন্দো-প্যাসিফিক জোটের সক্রিয় সদস্য। এর লক্ষ্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বিনিয়োগের সুযোগ এবং অন্য দেশের সাথে নতুন কৌশলগত জোট প্রবর্তন করা।

আন্তর্জাতিক শৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা, সমৃদ্ধি এবং সব দেশের সার্বভৌম সমতা বজায় রাখার মাধ্যমে, তাদের দৃষ্টিভঙ্গির লক্ষ্য একটি উন্মুক্ত, মুক্ত এবং ন্যায্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের লক্ষ্য এগিয়ে নিতে সহায়তা করা। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করতে চায়; বিশেষ করে পাবলিক ইনভেস্টমেন্ট এবং প্রযুক্তিগত নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে। বিগত বছরগুলো বাংলাদেশে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেছে এবং দ্বিপাক্ষিক অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে।

এই প্রেক্ষাপটে, ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান ১১ মার্চ বাংলাদেশ সফর করেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক কৌশলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৌশলগত সম্পৃক্ততা মজবুত করার জন্য এই সফর একটি ঐতিহাসিক সংমিশ্রণ হিসেবে ব্যাপকভাবে প্রণয়ন করা হয়েছে।

পোস্ট-এলডিসি যুগে বন্ধন সুসংহত করা
দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকনির্দেশনা দিতে এবং বাংলাদেশের সাথে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপনের জন্য, পূর্ববর্তী রাষ্ট্রদূত একটি অসামান্য কাজ সম্পন্ন করেছিলেন। বাংলাদেশ অবশ্য এটাও আশা করে যে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের গতি আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে। ঢাকায় নতুন ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করবেন বলে আশা করা হচ্ছে।

নতুন রাষ্ট্রদূতের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার অনেক সুযোগ রয়েছে। যেহেতু বাংলাদেশ এলডিসি থেকে স্নাতক হওয়ার জন্য প্রস্তুত, তাই বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা, ব্যবসা করার সহজতা, উচ্চ শিক্ষা, মেধা সম্পত্তি সুরক্ষা, কর এবং ওষুধের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করতে হবে। ইউনাইটেড কিংডমের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের প্রবেশকে সহজ করেছে এবং দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে।

এলডিসি-পরবর্তী পরিস্থিতিতে, যুক্তরাজ্যকে নতুন এবং আরও অনুকূল বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য পদ্ধতির সমন্বয় সাধনের জন্য একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে হবে। সস্তা এবং সাশ্রয়ী পণ্যের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের তুলনামূলক সুবিধার পরিপ্রেক্ষিতে, যুক্তরাজ্য এলডিসি-পরবর্তী যুগেও সীমাহীন সংযোগ বজায় রেখে এটিকে কাজে লাগাতে পারে।

বাংলাদেশে আরও যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন
যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিয়োগ এবং বাণিজ্য সম্পর্কের অনুকূলে নিহিত যা উভয় অর্থনীতিকে উন্নতি করতে সক্ষম করে। বাংলাদেশ উল্লেখযোগ্য অবকাঠামোগত অগ্রগতি এবং মশরুমিং অর্থনৈতিক অঞ্চল এবং বিদেশী শিল্পের জন্য ক্রমবর্ধমান সুবিধাগুলি বাংলাদেশের অনুকূল ব্যবসায়িক পরিবেশকে নির্দেশ করে।

বিশাল ১৭০ মিলিয়ন মানুষের সমন্বয়ে বাংলাদেশের বাজারের পরিপ্রেক্ষিতে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া উভয়েরই আপেক্ষিক নৈকট্যের কারণে যুক্তরাজ্য বিনিয়োগের প্রবাহের মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারে। এটি বাংলাদেশের উন্নয়নের গতিপথকে সাহায্য করতে পারে কারণ বিনিয়োগের ফলে নতুন উন্নয়নশীল দেশের জন্য সামষ্টিক-অর্থনৈতিক লভ্যাংশের একটি সেট তৈরি হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক স্বার্থের উপর নির্ভরশীল। অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পারস্পরিক অংশীদারিত্ব আরও প্রসারিত করা যেতে পারে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত রিচার্ড ডিকসনের মন্তব্য দেশবাসীকে হতবাক করেছে। যুক্তরাজ্য আমাদের উন্নয়ন সহযোগী। যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক চিরন্তন। যুক্তরাজ্যের মতো বাংলাদেশিরা। আমেরিকা, ব্রিটেন, কানাডার রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি কথা বলেন। ঢাকায় তাদের প্রতিনিধিসহ আমাদের সকল উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা আমাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। যেহেতু তাদের আমাদের নিজস্ব মূল্যবোধ, পছন্দকে সম্মান করা উচিত।

জলবায়ু সহযোগিতা
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি এবং যুক্তরাজ্য সবসময় ক্ষতি কাটিয়ে ওঠার ন্যায্যতার বিষয়টিকে সমর্থন করেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি এবং জলবায়ু পরিবর্তনের টোলগুলি কাটিয়ে উঠতে দেশটির যথেষ্ট আর্থিক ও যৌক্তিক সহায়তা প্রয়োজন। একটি ব্রিটিশ-বাংলাদেশ জলবায়ু পরিবর্তন চুক্তি জলবায়ু অংশীদারিত্বকে সহজতর করতে পারে।

যেহেতু ইউনাইটেড কিংডম বিশ্বব্যাপী জলবায়ু কূটনীতির অগ্রদূত এবং প্রবক্তা, তাই একটি আনুষ্ঠানিক অংশীদারিত্ব দুই দেশের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রশমন এবং অভিযোজনের জন্য সহযোগিতাকে সহজতর করবে। গবেষণা বাড়ানো, শিক্ষাকে একীভূত করা এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সম্পৃক্ততা প্রচার করা যেতে পারে। এপিস্টেমিক সম্প্রদায়ের সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে মিথস্ক্রিয়া এবং ব্যস্ততা - অত্যাধুনিক জলবায়ু জ্ঞানে সহযোগিতার সূচনা করবে।

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা
এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন ফোরামে লন্ডন ঢাকাকে সমর্থন দিয়ে আসছে। ইউরোপে ব্রিটেনই রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এবং ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ’-এর সক্রিয় সদস্য হিসেবে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য কিছু করতে পারে। রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য সমস্যার সৃষ্টি করেছে।

জাপান রোহিঙ্গা সমস্যার সমাধানকে দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। একটি 'মুক্ত এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক' বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে। ইন্দো-প্যাসিফিক মন্ত্রী রোহিঙ্গা শিবিরের খাদ্য নিরাপত্তা উন্নত করতে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে একটি নতুন অর্থায়ন ব্যবস্থা চালু করেছেন - এবং ক্যাম্পে বসবাসকারী ৪৪৯০০০ লোকের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। রোহিঙ্গা সংকট এখন ষষ্ঠ বছরে। চলমান বৈশ্বিক সংকটের কারণে এই নিপীড়িত জনগোষ্ঠী অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তাই যুক্তরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা।

এ পর্যন্ত যুক্তরাজ্যের কার্যক্রম প্রশংসনীয় এবং আশা করা যায় ভবিষ্যতে যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণ রোহিঙ্গা সমস্যা সমাধানের দিকে অগ্রসর হবে। রোহিঙ্গা সমস্যা অব্যাহত থাকলে, কক্সবাজারের ক্যাম্পের অবনতিশীল অবস্থা নিয়ন্ত্রণে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পারে। ভাসানচরে আরও রোহিঙ্গা স্থানান্তরের লক্ষ্যে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে নতুন অবকাঠামো নির্মাণ করে কক্সবাজারের ক্যাম্পগুলোর ওপর চাপ কমিয়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে পারে।

প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি
যুক্তরাজ্যের কিছু বিকল্প বাজার দরকার। যুক্তরাজ্যের সামরিক গ্যাজেট বিক্রির জন্য বাংলাদেশের প্রয়োজন। এটি বোঝার জন্য সম্প্রতি যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে ২০২২ সালের প্রতিরক্ষা সংলাপ একটি উদাহরণ মাত্র। বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ন্যাটোর প্রধান সদস্য হিসেবে যুক্তরাজ্যের অস্ত্র তৈরির অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে এবং যুক্তরাজ্য বাংলাদেশের ফোর্সেস গোল ২০৩০-এ আগ্রহী। যুক্তরাজ্যই ছিল সর্বশেষ দেশ যা ৯ সেপ্টেম্বর, ২০২২-এ লন্ডনে দুই দেশের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপে বাংলাদেশকে প্রতিরক্ষা সরবরাহের প্রস্তাব দেয়।

স্থাপনা, প্রতিরক্ষা সরবরাহ এবং সংগ্রহ সহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামরিক বিষয়গুলিতে বিস্তৃত আলোচনার সুযোগ তৈরি করার জন্য ২০২২ প্রতিরক্ষা সংলাপের আয়োজন করা হয়েছিল। যুক্তরাজ্য প্রতিরক্ষা ইস্যুতে ‘কাঠামোগত আলোচনা’ চায়।

একটি ব্যাপক পদ্ধতি গ্রহণ করুন
বৈশ্বিক ভূ-রাজনীতি যখন জটিল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করছে — যুক্তরাজ্যকে বাংলাদেশের প্রতি তার অবস্থানকে পুনর্নির্মাণ করতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের একটি "পুনরায় সেট" করার জন্য "ব্রিট-বাংলা বন্ধন" এর চেতনায় দ্বিপাক্ষিক ইস্যুতে অংশীদারিত্বের বিস্তৃতি এবং গভীরতা প্রয়োজন। নবনিযুক্ত রাষ্ট্রদূত নিরাপত্তা, বাণিজ্য, প্রতিরক্ষা বাণিজ্য খাতে যুক্তরাজ্য ও বাংলাদেশকে আরও কাছাকাছি আনতে পারেন।

তদুপরি, বৈশ্বিক কৌশলগত পরিবর্তন এবং বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের হিসাব গ্রহণের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের একটি "পুনরায় সেট" প্রয়োজন। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ফলগুলিকে কাজে লাগাতে ঘন ঘন ব্যস্ততা এবং দুই দেশের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানো প্রয়োজন। "ব্রিট-বাংলাবন্ধন" মূলত সভ্যতা ও সাংস্কৃতিক উপাখ্যানকে মিশ্রিত করছে। এটি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের স্বীকৃতির ওপর জোর দেয়। দ্বিপাক্ষিক সম্পর্কের কার্যকরী সমস্যাগুলি অন্বেষণ করতে হবে এবং ঘন ঘন দ্বিপাক্ষিক ব্যস্ততার মাধ্যমে একটি বিকাশমান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাস্তবায়িত হবে।

লেখক: গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রিল্যান্স কলামিস্ট।

এইচআর/ফারুক/এএসএম

ব্রিট-বাংলাবন্ধন মূলত সভ্যতা ও সাংস্কৃতিক উপাখ্যানকে মিশ্রিত করছে। এটি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের স্বীকৃতির ওপর জোর দেয়। দ্বিপাক্ষিক সম্পর্কের কার্যকরী সমস্যাগুলো অন্বেষণ করতে হবে এবং ঘন ঘন দ্বিপাক্ষিক ব্যস্ততার মাধ্যমে একটি বিকাশমান দ্বিপাক্ষিক অংশীদারত্ব বাস্তবায়িত হবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।