চাকরির আবেদন ফি মওকুফ করুন

প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম
প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম
প্রকাশিত: ১০:০৬ এএম, ০৫ ডিসেম্বর ২০২১

বহুদিন দেখা নেই ওদের সাথে। করোনার জন্য নিজ নিজ গ্রামেই ছিল তারা। ক্যাম্পাস খোলার সুবাদে একের পর এক কুশল জিজ্ঞাসা করতে আসছে ওরা আমার অফিসে। তারপর, ওদের-কেমন আছ তোমরা সবাই- বলতেই অনেকের মুখে নানা নতুন কথা শোনা গেল। অনেকে গল্প শুরু করলো অলস সময়ের করণীয় নানা বিষয় নিয়ে। অনেকে আবার একদম চুপ করে অন্যদের কথা শুনছিল। তবে একজন কিছুই বলছিল না, মনভারী করে দাঁড়িয়ে ছিল। স্বভাবতই আমার নজরটা তার দিকে গেল। ওকে তুমি কেমন ছিলে? জিজ্ঞাসা করতেই করুণ স্বরে উত্তরে জানালো করোনাকালে সে ভালো ছিল না মোটেই, আজও ভালো নেই সে।

ওর কাছে জানা গেল, একদিনে (অক্টোবর ০৮) ১৪টি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছিল। কোনোরকমে দুটিতে অংশ নিতে পেরেছে। এসব চাকরিতে আবেদন করতে গড়ে প্রতি প্রার্থীর আড়াই হাজার টাকা করে খরচ হয়েছে। এতে তার ধার করা দু’হাজার টাকা মার গেছে। ওর কথা শেষ না হতেই অন্যরা একই বিষয়ে কথা বলা শুরু করে দিল। তারা কেউ মাস্টার্স শেষ করে এমফিলে ভর্তি হয়েছে, কেউ মাস্টার্স শেষ করে বসে আছে। কেউবা অনার্স সার্টিফিকেট দিয়ে চাকরির আবেদন করেছে। তারা পরস্পরকে জিজ্ঞাসা করে জেনে গেছে, সবাই কোনো না কোনো বিজ্ঞপ্তিতে নিয়মানুযায়ী চাকরির আবেদন করে পরীক্ষা দেয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু প্রায় দু’বছর সবকিছু বন্ধ থাকার পর হঠাৎ হুড়মুড় করে সবকিছু একসাথে শুরু হওয়ায় তারা কোনটাতে কীভাবে অংশ নেবে সেজন্য সিদ্ধান্তহীনতায় ভুগছে।

নভেম্বরের প্রথম সপ্তাহের শুক্র ও শনিবার দু’দিনে ২২টি চাকরির পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছিল। এক চাকরিপ্রার্থী উচ্চশিক্ষিত যুবক আঙুলে গুণে গুণে হিসাব করে দেখাতে লাগলো। সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকায়। ওরা ঢাকার বাইরের একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং করছে। সবাই মেধাবী। বিসিএস থেকে শুরু করে বড় বড় সব চাকরিতে ওদের অগ্রজরা আগেকার দিনে সাফল্যের পথ দেখিয়ে ওদের উৎসাহিত করে গেছে। ওরাও খুব আশাবাদী হয়ে চাকরিতে আবেদন করেছে। কিন্তু বর্তমান বাস্তবতায় চরম হতাশ ও ক্ষুব্ধ। একজন জানালো, সব পরীক্ষা ঢাকায় গিয়ে দিতে হবে কেন? করোনার ক্রিয়া তো এখনও শেষ হয়নি।

আয়ারল্যান্ডে আবারো লকডাউন দেয়া হয়েছে। সেখানকার বাংলাদেশিরা খুব ভয়ে আছেন। রাশিয়ায় আবারো ব্যাপক সংক্রমণ শুরু হয়েছে। আমাদের দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু এখনও চলছে। নভেম্বরের ৪ তারিখেও ৭ জন করোনায় মারা গেছেন। ডেঙ্গু তো এখনও ভয়াবহ। এ অবস্থায় মানুষ মনে করছে- করোনা বিদায় নিয়েছে। আমরা এখন উন্মুক্ত জীবনে ফিরে গিয়েছি। মাস্ক পরা ছেড়েই দিয়েছে মানুষ। অথচ করোনার তৃতীয় ঢেউ গোটা ইউরোপ ও আমেরিকাজুড়ে আবার জেঁকে বসতে শুরু করছে। টিকা নেওয়ার পরও সংশয় হলো- টিকার কার্যকারিতার মেয়াদ নিয়ে। তাই জার্মানিতে শুধু বৃদ্ধদের কথা বলা হলেও ইউরোপের অন্যান্য দেশে সবাইকে বুস্টার ডোজ টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। চীনে ছোট ছোট বাচ্চাদের টিকা দেয়া শুরু হয়েছে। কারণ ওদের স্কুলগামী বাচ্চারা সংক্রমিত হওয়ার পর ওরা খুব উদ্বিগ্ন। অথচ আমরা সে বিষয়ে মোটেও আগাম কিছু ভাবছি না।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নেয়া হলো। অথচ চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পুনরায় ঢাকামুখী মানুষ ছুটছে গণপরিবহনে গাদাগাদি করে বসে। কেউ যাচ্ছে কক্সবাজার বা টেকনাফ থেকে কেউবা লালমনিরহাটের বুড়িমারী বা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে। পোশাক শিল্প বা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে লোক নিয়োগের জন্য গ্রামের হাট-বাজারে গিয়েও দালালরা ঘোষণা দিচ্ছে। অনেকে এসব ঘোষণায় পুলকিত হয়ে নতুন জীবিকা লাভের আশায় ছুটছে ঢাকায়। গ্রামে ধানকাটার সৌসুম শুরু হয়েছে, অথচ এসময় কৃষিশ্রমিকরা ছুটছে রিকশা-অটো চালাতে বড় শহরে। এভাবে আবারো আগন্তুক মানুষেরা গিজ গিজ করছে ঢাকা ও বড় শহরগুলোতে।

সামনে আসছে ধুলোবালু মিশ্রিত নির্মাণকাজের শুকনো দিন। শহরে দেশি-বিদেশি মানুষের চলাচল বেড়েছে। অনিয়ন্ত্রিত যাতায়াত ও অসতর্কতায় এসময় বৈশ্বিকভাবে পুনর্জাগরিত করোনার তৃতীয় ঢেউ আমাদের দেশে শুরু হলে আমরা নিজেদের সামলাতে পারবো তো? কারণ টিকা প্রদান বা গ্রহণ সবিশেষ সমাধান নয়, চিরস্থায়ী নিরাপত্তাও নয়। সংক্রমিত জন থেকে নিরাপদ দৈহিক দূরত্ব বজায় রেখে সতর্ক চলাফেরার মাধ্যমে নিয়ন্ত্রিত জীবনযাপন করাটাই হচ্ছে করোনা থেকে রক্ষা পাওয়ার মূল উপায়। সম্প্রতি রাশিয়ায় সাপ্তাহিক ছুটিতে সেখানকার জনগণের বেপরোয়াভাবে বিদেশ ভ্রমণ ও মাস্ক না পরার আন্দোলনকে করোনার পুনঃসংক্রমণের কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমাদের এ সতর্কতার বিষয়টি ভুলে গেলে মহাবিপদ ঘটতে দেরি হবে না।

যা হোক, আবারো একজন কথা তুললো, স্যার দু’দিনে ২২টি পরীক্ষার তারিখ হওয়ায় একজন প্রার্থী দিনে দু’শিফট পরীক্ষা দিলেও সর্বমোট চারটির বেশি পরীক্ষায় অংশ নিতে পারবে না। সেটা নির্ভর করবে একটি কেন্দ্র থেকে আরেকটি পরীক্ষা কেন্দ্র কত দূরে এবং ঢাকার ট্রাফিক জ্যামের ওপর। যারা বাকি পরীক্ষায় অংশ নিতে পারবে না সেসব প্রার্থীর আবেদন ফি কি ফেরত দেয়া হবে? প্রশ্ন করলো আরেকজন। অন্যজন বলল, এভাবে অন্যায় উপায়ে টাকা কামাই করার ব্যবসা ফেঁদেছে অনেক প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান চাকরি দেওয়ার নাম করে পত্রিকায় শুধু শুধু বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে চলেছে বেকার যুবকদের সঙ্গে। এ ধরনের ঘটনা আগেও সংবাদের শিরোনাম হয়েছিল। এখন নতুন করে তারা সেই ব্যবসায় উজ্জীবিত হয়ে উঠেছে। কারণ, এসব ভুয়া চাকরির বিজ্ঞাপন যাচাই করার মতো কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোথাও কেউ কি আছে?

বেকারদের নিয়ে কেউ কি এসব কথা ভাবার অবকাশ মনে করে? একেকটি চাকরিতে আবেদন করার ফি বা টাকা জোগাড় করার জন্য তাদের কত কষ্ট স্বীকার করতে হয় তা তো শুধু ভুক্তভোগীরাই অনুধাবন করতে পারে, অন্য কেউ নয়। তাও যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে কারও জন্য চাকরি নামক সোনার হরিণ ধরা দেয়- সবার কপালে তা নয়।

করোনা-পরবর্তী পৃথিবীটা সবার জন্য কঠিন হয়ে উঠেছে। করোনায় ছাঁটাইকৃতরা সবাই এখনও আগের নিজ কাজ ফিরে পায়নি। নতুন কাজও জোটেনি অনেকের ভাগ্যে। শ্রমিক শ্রেণির লোকেরা অডজব শুরু করলেও আমাদের দেশে শিক্ষিত বেকাররা এখনও সেটাতে অভ্যস্ত নয়। তাদের জন্য মনমত চাকরিপ্রাপ্তি বেশি জটিল ও কঠিন হয়ে পড়েছে।

তাই হাজারো সমস্যা মাথায় নিয়ে বাবা-মায়েরা তাদের প্রাণপ্রিয় বায়োলজিক্যাল চাইল্ডদের কিছু অর্থ জোগাড় করে দিয়ে পাঠাচ্ছেন বাড়ির বাইরে, দূরান্তরের পথে। দু’দিনে ২২টা না হোক- অন্তত চার-পাচঁটি চাকরির পরীক্ষা দিতে পেরে যদি কিছু একটা অর্জন করতে পারে। তাদের নিকটজন ও সন্তানরা ছুটছে ঢাকায়, কিছু পাওয়ার আশায়, কিছু করার আশায়। যেখানে তাদের সবার মামা-চাচার বাড়ি নেই, থাকা-খাওয়ার জায়গা নেই। নেই যাত্রাপথের নিরাপত্তা, আছে স্বাস্থ্যঝুঁকি ও আরও নানা ভয়। আমরা যতটুকু জানি টিউশনি করে বা ধারদেনা করে অধিকাংশ চাকরিপ্রার্থী এই যুদ্ধে অংশ নেয়। তাই এসব বেকারদের যে কোনো চাকরির আবেদন ফি ৫০ টাকার বেশি করা উচিত নয়। অথবা বিনা ফিতে চাকরিতে আবেদনপত্র জমা নেয়ার জন্য সরকার এক মহতী ঘোষণার উদ্যোগ নিতে পারে। তাহলে একশ্রেণির জালিয়াত ও কুচক্রীমহলের চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায়, অনলাইনে দিয়ে বেকারদের সাথে প্রতারণা করা বন্ধ হবে।

চারদিকে নানা সমস্যা তবুও একটি নতুন জীবনের হাতছানিতে তারা যেন বেঁচে থাকার জন্য ভালো কিছুর সন্ধান পায় -ভাগ্য যেন সবাইকে সহায়তা করে এছাড়া আমরা শিক্ষকরা আমাদের ব্রেনচাইল্ডদের কাছ থেকে আর বেশি কিছু প্রত্যাশা করার জন্য নতুন করে কি করতে পারি? তবে মনে হলো- ওরা আমার সাথে দীর্ঘদিন পর অনেক জমানো কথা শেয়ার করতে পরে এক বুক আশা ভরা মনে নিজেদের বেশ সতেজ করে নিয়ে নিজ নিজ ডেরায় ফিরে গেল।

লেখক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান।
[email protected]

এইআর/এমএস

আমরা যতটুকু জানি টিউশনি করে বা ধার-দেনা করে অধিকাংশ চাকুরিপ্রার্থী এই যুদ্ধে অংশ নেয়। তাই এসব বেকারদের যে কোন চাকুরির আবেদন ফি ৫০ টাকার বেশি করা উচিত নয়। অথবা বিনা ফিতে চাকুরিতে আবেদনপত্র জমা নেয়ার জন্য সরকার এক মহতী ঘোষণার উদ্যোগ নিতে পারে। তাহলে একশ্রেণির জালিয়াত ও কুচক্রীমহলের চাকুরির ভুয়া বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায়, অনলাইনে দিয়ে বেকারদের সাথে প্রতারণা করা বন্ধ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।