ল র ব য হ

ড. হারুন রশীদ
ড. হারুন রশীদ ড. হারুন রশীদ , ডেপুটি এডিটর (জাগো নিউজ)
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ জুন ২০২১

: কী রে তোর খবর কী?
- এই তো চলছে…
: চলছে মানে?
- না মানে ল র ব য হ অবস্থা তাতে কীভাবে ডিউটি করি বুঝতে পারছি না।
: কস কী আমেরিকার মতো দেশকে নাকানি-চুবানি খাওয়ালাম। ট্রাম্পের মুখে মাস্ক পরালাম আর ব্যাটা বাইডেন তো মাস্ক খুলতেই চায় না।
- হ কমলা আপার মুখেও তো মাস্ক।
: তুই কী করছস তাহলে?
- এদের মতিগতিই তো ঠিকমতো বুঝতে পারছি না।
: কী রকম?
- এরা আমারে নিয়া মস্করা করে। এখন পর্যন্ত যা করলো তাতে মান-ইজ্জত নিয়া চলা দায়।
- তোর আবার মান-ইজ্জত।
: হ তৃতীয় বিশ্বের করোনা হইলেও আমাদের তো একটা আত্মসম্মানবোধ আছে।
- তাই নাকি! তো মান-ইজ্জতের কী হলো?
: আর বইলেন না, মাস্ক কেলেঙ্কারি, রিজেন্ট শাহেদ-সাবরিনাদের নানা অপকীর্তির মধ্যেও নিজের ডিউটিটা ঠিকমতো করতে ছিলাম।
: তো এখন অসুবিধা কীসে?
- সীমিত পরিসরের লকডাউন, কঠোর লকডাউন, সর্বাত্মক লকডাউনের পর এরা লকডাউন-শাটডাউন খেলা শুরু করছে।
: সেইটা আবার কী?
- এরা নাকি এবার শাটডাউন দিবে।
: এর আগে কোনো ব্যবস্থা নেয়নি?
- নিয়েছিল। বেশ কয়বার লকডাউন দিছে। ঢাকা শহরেও আলাদা কইরা দিছে। এখন তো গ্রামগঞ্জেও আমাদের পারফরমেন্স মাশাআল্লাহ ভালো।

: হু তাই তো দেখতেছি
- হ বিভাগীয়, জেলা শহরেও লকডাউন চলছে।
: লকডাউনে তোর অসুবিধা কী?
- না তেমন কোনো অসুবিধা নেই। লকডাউন থাকলেও দোকানপাট, শপিংমল, গার্মেন্টস সব খোলা থাকে। রাস্তায় যানজটও হয়।
: তাই নাকি! তো এখন আবার সমস্যা কী?
- সমস্যার তো অন্ত নাই। এরা তো লকডাউনের তারিখটাই ঘোষণা করতে পারতেছে না ঠিকমতো। একবার শুনলাম সোমবার থেকে ‘আখেরি শাটডাউন' দিবে। এখন শুনতেছি পহেলা জুলাই থেকে দিবে।
: তো তোর অসুবিধা কী?
- আরে আমরা তো ডিউটি রোস্টারটাই ঠিক করতে পারছি না।
: গণপরিবহনের অবস্থা কী?
-ভালো। দুই সিটে একজন নিবে কইয়া এরা ডাবল ভাড়া নিচ্ছে। স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমাইয়্যা গাড়িতে আলাদা সিটে বইস্যা বেশি ভাড়া দিয়া এরা সামাজিক দূরত্ব পালন করছে।
: স্বাস্থ্যবিধি কেমন মানছে যাত্রীরা?
- বাসের ড্রাইভার হেলপারই মানছে না আবার যাত্রী!
: তাহলে তোদের কোনো সমস্যা হচ্ছে না?
- না। গণপরিবহনে কার্যক্রম ভালোই চালাচ্ছি।

: সামনে তো কোরবানির ঈদ এটা নিয়া তোর বিশেষ কোনো পরিকল্পনা আছে?
- লকডাউনেরর নাম শুইন্যা যেভাবে লোকজন বাড়ি যাচ্ছে আর আসছে তাতে ওখানে ডিউটি কইরাই তো নাজেহাল। কেন ফেরিতে মানবজট দেখেন নাই।
: দেখছি, তো গরুর হাট নিয়া তোদের কী চিন্তা।
- গরুর হাটে ভালোমতোই ডিউটি করতে হবে বলে মনে হচ্ছে।
: তোদের আর ডিউটি! লোকজনরে স্বাস্থ্যবিধি মানাইতে পারলি না। তোদের তো ভয়ই পায় না লোকজন।
- হ এরা খুবই খচ্চরটাইপ প্রাণী। মাস্ক পরলেও নাক খোলা রাখে। কারণ সবকিছুতেই এদের নাকগলানো লাগে।
: এরা কি কোনো দিন ভালো হবে না?
- না। এরা ভালো হয় না। মাসুদরে দেখেন নাই। মন্ত্রী ফাটাকেস্ট ক্যামেরার সামনে ভালো হয়ে যাওয়ার কথা বললেও সে ভালো হয়নি। বরং মাসুদদের সংখ্যা বেড়েই চলেছে।
- দুঃখজনক। তো তোরা এখন কী করবি?
- চিন্তা কইরেন না ওস্তাদ, নানা অনিয়ম অব্যবস্থাপনার মধ্যেও একমাত্র আমরাই ঠিকভাবে ডিউটি পালন করছি।

লেখক : সাংবাদিক, কলামিস্ট।
[email protected]

এইচআর/জেআইএম

না। এরা ভালো হয় না। মাসুদরে দেখেন নাই। মন্ত্রী ফাটাকেষ্ট ক্যামেরার সামনে ভালো হয়ে যাবার কথা বললেও সে ভাল হয়নি। বরং মাসুদদের সংখ্যা বেড়েই চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।