শিশুদের বিকাশের সুযোগ দিন

সম্পাদকীয়
সম্পাদকীয় সম্পাদকীয়
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৬ অক্টোবর ২০২০

করোনার কারণে ঘরবন্দি শিশুদের প্রতিদিন অন্তত এক ঘণ্টার জন্য ঘরের বাইরে, পার্কে কিংবা অন্য কোথাও খেলাধুলা ও ছোটাছুটির জন্য নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের মানসিক বিকাশে প্রধানমন্ত্রীর এই পরামর্শ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ব্যাপারে অভিভাবকদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

সোমবার (৫ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকিজনিত কারণে স্কুল খোলা যাচ্ছে না। শিশুরা স্কুলে যেতে পারছে না, যা খুবই কষ্টের। ঘরের মধ্যে বসে থেকে শিশুদের করার কিছু থাকে না। যৌথ পরিবারের শিশুরা পরিবারের একাধিক সদস্য ও সমবয়সীদের সঙ্গে কথাবার্তা ও খেলাধুলা করে সময় কাটালেও একক পরিবারের শিশুরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য ঘরবন্দি এসব শিশুদের প্রতিদিন বাইরে নিয়ে যেতে হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদের খোলা বাতাসে খেলাধুলা ও বিনোদনের সুযোগ দিতে হবে।

শিশুরাই আগামী। তাদের সুস্থভাবে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। শিশুর মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সুষ্ঠু পরিবেশ অত্যন্ত জরুরি। করোনা মহামারির সময়ে শিশুরা ঘরবন্দি। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে খোলা আকাশের নিচে নিয়ে আসতে হবে। পারিবারিকভাবে শিশুদের বিনোদনের ব্যবস্থা করতে হবে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে শিশুদের।

এইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।