বিপর্যস্ত নগরী দেখার কেউ নেই?

নায়না শাহরীন চৌধুরী
নায়না শাহরীন চৌধুরী নায়না শাহরীন চৌধুরী , সঙ্গীতশিল্পী, লেখক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ৩০ জুলাই ২০১৮

ঢাকা আমার জন্মভূমি। আমার প্রিয় চেনা শহর। কিন্তু আজকাল বড় অচেনা লাগে। পথে বেরুলেই আবর্জনার বিরাট সমারোহ। ভাঙ্গা, পীচহীন রাজপথ (!), ঝাঁকুনি, গায়ের উপর যানবাহন এসে পড়া, দখল করা ফুটপাথ, ইট, বালু, সিমেন্ট, অবৈধ দোকান, স্থাপনা, মোটরসাইকেলের বেপরোয়া উঠে পড়া, যেখানে সেখানে হালকা হাত দেখিয়ে রাস্তা পার হওয়া ...উফফ! আর কত বলব!

এসব এড়িয়ে এড়িয়েই চলছি যারা এখানে থাকি। কিন্তু, আপনাদের কি মনে হয় না, আমরা এসবের কারণে ধীরে ধীরে অমানবিক হয়ে যাচ্ছি। আমরা নিয়মহীনতাকেই নিয়ম ধরে নিয়েছি। যত্রতত্র বাস পাগলের মত ছুটে চলছে, ম্যাক্সি টেম্পো’র ড্রাইভার ৯/১০ বছরের বালক, সি,এন, জি অটো রিকশা কখনও মিটারে যেতে রাজি হলেই (বাড়তি ২০/৩০ টাকা দিতে হলেও) চোখ কপালে ওঠে, রাস্তাঘাটে কফ থুতু, আবর্জনা ফেলা তো স্বাভাবিক ঘটনা!

এখন মানুষ, গাড়ি তুলে দিয়ে বাচ্চা মেরে ফেললেও কারো বিচার হয় না। জন প্রতিনিধি হাসিমুখে ঘাতকদের ডিফেন্ড করেন। সরকার বিগত সরকার, প্রতিবেশী দেশ আর জনগণের দোষ ধরে উন্নয়নের চার্ট দেখান। এসব দেখে আসছি অনেকদিন। জানি না হয়তো বাকিজীবন তাই দেখব।

এই আমরাই যখন উন্নত দেশ ভ্রমণ করি তখন সেখানকার শক্ত আইন মেনে চলি। চিপসের প্যাকেট, পানির বোতল রাস্তায় ছুঁড়ে মারি না। অথচ, নিজের দেশ পরিষ্কার রাখার ব্যাপারে, নিজের মানুষগুলোকে ভালবাসার চেয়ে তাদের কথা না ভেবেই অনেকেই নিজেদের পকেট ভারী করার কথা ভাবি।

ঢাকার অন্ততঃ ৭০ ভাগ রাস্তা নষ্ট, যান চলাচলের অনুপযোগী। তাও আমাদের কোন বিকার নেই। সরকার সম্ভবত অক্ষম। আসুন, যার যার এলাকা আমরাই চাঁদা তুলে রাস্তা ঠিক করার দায়িত্ব নেই, সেক্ষেত্রে ট্যাক্স, ভ্যাট সরকার আর প্রত্যাশা করতে পারেন না।

আমাকে ঢাকার নাগরিকরা বলবেন? ঠিক কি কি নাগরিক সুবিধা আপনি ঠিক মত পাচ্ছেন? ঢাকার সব জায়গায় গ্যাস? পানি? বিদ্যুৎ? মসৃণ রাস্তা? দুর্গন্ধহীন পথ? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন, সকালে বেরুলে আপনি বা আপনার সন্তান ঠিকভাবে বাসায় ফিরবে?

অনেক আগে থেকেই ঢাকা নারী বা শিশু বান্ধব নগরী নয়। ছেলেদের জন্যও কি ঢাকা নিরাপদ? ছিনতাই, সড়ক দুর্ঘটনা’র মহামারী কি ইঙ্গিত দেয়?

মাঝে মাঝে মনে হয় আমাদের জন্য সেনা প্রশাসনই সঠিক। অন্ততঃ সব কাজ নিয়মতান্ত্রিক ভাবে শেষ হয়। কারণ, সরকারের প্রতিটি সেক্টরে, ওপেন সিক্রেটের মত দুর্নীতির যে বিশাল চক্র তা আমাদের মত ছাপোষা জনগণের তো বটেই, সরকারের একক কোন প্রতিনিধির পক্ষেও ভাঙ্গা সম্ভব না। তাই খুব একটা আশাও করি না।

তবে, সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা জন প্রতিনিধি। জনগণের প্রতি মানবিকতা, ভালবাসা অনুভব না করলেও অন্তত চক্ষুলজ্জায় হলেও শোকের সংবাদে দুঃখ পাওয়ার অভিনয় দেখান। বিচার হবে সে আশা করি না। তবে, যে বাচ্চাগুলো মারা গেল বাসের চাপায়, তাদের কেউ যদি আপনার না হোক, প্রধানমন্ত্রীর আত্মীয় হত, তাহলেও কি আপনার জবাব আর এক্সপ্রেশন এক হত?

আইনপ্রনেতা হয়ে সবাইকে সমান দৃষ্টিতে দেখার সংস্কৃতি কি একেবারেই হারিয়ে গেছে? নাকি সরকারের কাছ থেকে কিছুটা সহমর্মী আচরণ আশা করতে পারি এখনও?

লেখক : সঙ্গীতশিল্পী, লেখক।

এইচআর/পিআর

আইনপ্রনেতা হয়ে সবাইকে সমান দৃষ্টিতে দেখার সংস্কৃতি কি একেবারেই হারিয়ে গেছে? নাকি সরকারের কাছ থেকে কিছুটা সহমর্মী আচরণ আশা করতে পারি এখনও?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।