নিজের ওপর বিশ্বাস রাখুন

সাইফুল হোসেন
সাইফুল হোসেন সাইফুল হোসেন
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০১ মার্চ ২০২৫

আত্মবিশ্বাস, নিজের ওপর বিশ্বাস রাখা - এই কথাগুলো আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এর গভীরতা কতটুকু, তা কি আমরা ভেবে দেখেছি? নিজের ওপর বিশ্বাস রাখা মানে শুধু এই নয় যে আমি কাজটি করতে পারি। এর অর্থ আরও ব্যাপক। নিজের ওপর বিশ্বাস রাখা মানে নিজের সক্ষমতা, নিজের মূল্য, নিজের সিদ্ধান্ত এবং নিজের পথচলার ওপর আস্থা রাখা।

মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে। ব্যর্থতা, হতাশা, সংশয়- এগুলো জীবনেরই অংশ। কিন্তু যখন আমরা নিজের ওপর বিশ্বাস হারাই, তখন এই দুর্বলতাগুলো আরও প্রকট হয়ে ওঠে। তখন মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে, আর কিছুই করার নেই। কিন্তু সত্যিই কি তাই?

বিজ্ঞাপন

আসলে, নিজের ওপর বিশ্বাস রাখাটাই হলো জীবনের মূলমন্ত্র। যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তখন কোনো বাধাই আমাদের আটকাতে পারে না। আমরা ভুল থেকে শিখি, ব্যর্থতা থেকে উঠে দাঁড়াই এবং এগিয়ে চলি আমাদের লক্ষ্যের দিকে নিজের ওপর বিশ্বাস রাখাটা একদিনে তৈরি হয় না। এজন্য প্রয়োজন নিরন্তর প্রচেষ্টা, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা। প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হয়। যখন আমরা ছোট কাজগুলোতে সফল হই, তখন আমাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। ধীরে ধীরে বড় কাজগুলো করার সাহসও তৈরি হয়।

মনে রাখবেন, আপনি অনন্য। আপনার মধ্যে বিশেষ কিছু প্রতিভা আছে, যা অন্য কারও মধ্যে নেই। সেই প্রতিভাগুলো খুঁজে বের করুন এবং কাজে লাগান। নিজের ওপর বিশ্বাস রাখুন, আর এগিয়ে চলুন আপনার স্বপ্নের দিকে।

নিজের ওপর বিশ্বাস রাখার জন্য কিছু বিষয় মনে রাখা দরকার। নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকুন: মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে। এই দুর্বলতাগুলোকে স্বীকার করে নিন এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। নিজের সাফল্যের দিকে মনোযোগ দিন: জীবনে অনেক ছোট বড় সাফল্য আমাদের আসে। এই সাফল্যগুলোর দিকে মনোযোগ দিন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন: যারা আপনাকে সমর্থন করে, উৎসাহ দেয়, তাদের সঙ্গে থাকুন। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের জন্য সময় বের করুন: প্রতিদিন কিছু সময় নিজের জন্য বের করুন। এই সময়টাতে নিজের পছন্দের কাজ করুন, যা আপনাকে আনন্দ দেয়।

সাহায্য চাইতে লজ্জা পাবেন না: প্রয়োজনে বন্ধু, পরিবার বা বিশেষজ্ঞের সাহায্য নিন। নিজের ওপর বিশ্বাস রাখাটা একটা যাত্রার মতো। এই যাত্রায় অনেক বাধা আসবে, অনেক কঠিন পরিস্থিতি আসবে। কিন্তু যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে কোনো কিছুই আপনাকে পরাজিত করতে পারবে না।

মনে রাখবেন, আপনি অনন্য। আপনার মধ্যে বিশেষ কিছু প্রতিভা আছে, যা অন্য কারও মধ্যে নেই। সেই প্রতিভাগুলো খুঁজে বের করুন এবং কাজে লাগান। নিজের ওপর বিশ্বাস রাখুন, আর এগিয়ে চলুন আপনার স্বপ্নের দিকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে আপনি যা চান তাই করতে পারেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, আর নিজের স্বপ্নকে সত্যি করুন। তবে সৃষ্টিকর্তার ওপর অটুট বিশ্বাস যেন কোনো ক্রমেই দূরে চলে না যায়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

লেখক : কলামিস্ট, ইউটিউবার এবং ফাইনান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট অ্যান্ড সিইও, ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল।

এইচআর/এএসএম/ফারুক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।