ধানমন্ডি ৩২

এক্সক্যাভেটর দিয়ে ভাঙা হচ্ছে দুই ভবন, উৎসুক জনতার ভিড়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে ছাত্র-জনতা/ ছবি: জাগো নিউজ

গতকাল রাত থেকে ভাঙা শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি। এরই মধ্যেই একটি ভবনের অর্ধেকের বেশি ও অন্য ভবনের ২০ শতাংশ ভাঙা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বাড়িটির সামনে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন।

বিজ্ঞাপন

ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে দুই ভবন, উৎসুক জনতার ভিড়

কেউ কেউ হাতুড়ি-শাবল দিয়ে ভাঙার কাজ পরিচালনা করছেন আবার কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন। একটি এক্সক্যাভেটর দিয়ে দক্ষিণ পাশের ভবনটি ভাঙার কাজ চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ফয়সাল করীম নামের একজন উৎসুক জনতা বলেন, এই বাড়িটিকে কেন্দ্র করেই অর্থাৎ কেবলা বানিয়ে দীর্ঘ ১৬ বছর মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। আজ এটা ভেঙে ফেলা মূলত জনরোষের বহিঃপ্রকাশ। আমরা চাই এই জায়গায় একটা পাবলিক টয়লেট নির্মাণ হোক।

ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে দুই ভবন, উৎসুক জনতার ভিড়

তার কথার মাঝখানেই কথা বলেন অন্য একজন। তিনি বলেন, বাড়িটি ভেঙে আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হোক। যাতে তারা এখানে বসবাস করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মধ্যেই কেউ কেউ আবার এই জায়গায় মসজিদ বানানোর দাবিও উত্থাপন করেন।

গতকাল সন্ধ্যা থেকেই ছাত্র-জনতা মিছিল নিয়ে ৩২ নম্বরের এই বাড়িটিতে আসেন এবং ভাঙচুর শুরু করেন। মধ্যরাতে ক্রেন নিয়ে আসা হয়। পরে আসে এক্সক্যাভেটর। তখন থেকেই বিরতিহীনভাবে চলছে ভাঙার কাজ।

এমএইচএ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।