হাসিনা প্রশ্নে নো সুশীলতা: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন/জাগো নিউজ

‘হাসিনা প্রশ্নে নো সুশীলতা’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা সুশীলতাকে ছুড়ে ফেলে দিতে পেরেছি জন্যই এই গণ-অভ্যুত্থান করতে পেরেছি। হাসিনা এবং ছাত্রলীগ একটি ডেড চ্যাপ্টার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিকই থাকতই, ৫ আগস্ট পালিয়ে যেতে হতো না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মিডিয়ার যারা আছেন, মিডিয়া বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ আমার ওপর। আপনাদের এখনও দেখি ভাসুরের নাম নিতে যেন কেমন লাগে। আপনারা এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...। উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘বুচার অব বাংলাদেশ’? উনি হচ্ছেন এই বাংলাদেশের বুচার। দুই হাজার মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘আপনারা কেন মিডিয়াতে ফ্যাসিবাদী, খুনি হাসিনা লেখেন না? ফ্যাসিবাদী, খুনি হাসিনা যদি আপনারা না লেখেন, আপনারা না বলেন, আপনারা আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। সুতরাং আমরা এই হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ করে দিয়েছি, ছাত্রলীগের চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে, কথার পার্থক্য হবে। তাদের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মতপার্থক্য হবে, একই টেবিলে বসে আমরা দ্বিমত প্রকাশ করব। আমাদের মধ্যে বিভাজন থাকবে। কিন্তু একটি জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোনো রূপে, কোনো মতের মাধ্যমে, কোনো পথের মাধ্যমে, কোনো ব্যবসায়িক শ্রেণির মাধ্যমে, কোনো মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশে আর কখনোই হতে দেওয়া হবে না।’

হাসনাত আরও বলেন, ‘হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়ায় প্রচার করা হয়, আমরা ধরে নেবো সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যসিলেটেড করছে এবং জাতির আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুশীলতাকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি বলেই আমরা এই গণ-অভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনা প্রশ্নে নো সুশীলতা। হাসিনা এবং ছাত্রলীগ একটি ডেড চ্যাপ্টার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।