কিশোরগঞ্জ-মনোহরদীতে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

কিশোরগঞ্জ পুরো জেলা ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তিতাস জানায়, জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে উক্ত স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪"×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় নরসিংদী জেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, গাজীপুরের কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।