ফ্লাই জিন্নাহকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
ছবি/সংগৃহীত

পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে আবেদন করেছিল এবং আমরা তা অনুমোদন করেছি। কার্যক্রম শুরু করার আগে, ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে। এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। একবার তারা স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে, আমরা তাদের সরবরাহ করব। আমাদের অংশ বর্তমানে সম্পূর্ণ।

পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।