ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।
এই সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ওয়াং আই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানাবেন।
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর উভয় দেশেই কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। এ ছাড়া আঞ্চলিক যোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে আলোচনায়। গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তিগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হবে।