বিশেষ অভিযানে ‘কিশোর গ্যাংয়ের’ আরও ৫ সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর আদাবরে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শরীফুল (২৫), শ্রী সাগর (৩৭), মো. ছাইদুল (৫৭), হৃদয় (২১) ও রেজাউল (২০)।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আদাবরের সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে আদাবর থানার একটি চৌকস টিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে আদাবরসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।