অভ্যুত্থানে আহতদের আন্দোলনে জয় বাংলা স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয় জয় বাংলা স্লোগান দেওয়া বৃদ্ধকে

সাত দফা দাবি আদায়ে রাজধানীর শিশুমেলা সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। আন্দোলন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক বৃদ্ধ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর আগে এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনরা। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

অভ্যুত্থানে আহতদের আন্দোলনে জয় বাংলা স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীদের সঙ্গে মিশে আহতদের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের জেরার মুখে পড়েন তিনি। বক্তব্যের এক সময় ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এরপর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গণপিটুনির শিকার হন তিনি। পরে আন্দোলনকারীরা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাত দফা দাবিতে সকাল থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনরা। এর আগে গতকাল শনিবার রাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন।

আহতদের দাবিগুলো হলো-

১. চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ ও গ্রেফতার করতে হবে।
৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয় সুসংহত করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।