আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

গতকাল থেকে সারাদেশে ঘন কুয়াশা বেড়েছে। রোববার সকাল ১০টার পরেও রাজধানীর কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গেছে। তবে শীতের অনুভূতি খুব বেশি হয়নি। গত কয়েকদিনের মতো তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। রংপুর বিভাগ ছাড়া সারাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ২০ ডিগ্রির ঘরে রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, তাপমাত্রা আরও কমতে পারে। তবে ভারি শীতের সম্ভাবনা নেই। আগামী ৫ দিন এভাবেই থাকতে পারে। আগামীকাল থেকে ঘুন কুয়াশা কমে যাবে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএএস/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।