জুলাই বিপ্লব
চোখ ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আহত চক্ষু রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম আনা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তারা চিকিৎসা দিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৫ বিশেষজ্ঞের সমন্বিত টিম রোগীদের একেক করে বিস্তারিত শুনছেন, তাদের পরীক্ষার রিপোর্টগুলো দেখছেন, পুরো চিকিৎসার মূল্যায়ন করছেন। তাদের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছেন।
সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলে আছেন, ডা. রোনাল্ড ইয়োহ, ডা. ব্লাঞ্চ লিম জিয়াও, ডা. রুবেন ফু চাও, ডা. ডোনাল্ড তান এবং ডা. নিকোল তান।
তাদের সহযোগিতা করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল, ভিট্রিও রেটিনা বিভাগের ও সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলাসহ হাসপাতালটির বিভিন্ন বিভাগের চিকিৎসক দল।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, আন্দোলনের সময় আমাদের টিম প্রতিদিন ৭০/৮০ জন রোগীও রিসিভ করেছে। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা করেছেন। তবে, চক্ষু সেনসিটিভ অর্গান। চিকিৎসা বিজ্ঞানেরও সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের দিক থেকে কোনো ধরনের গাফিলতি করছি না। সর্বোচ্চটা ঢেলে দিচ্ছি। ২২ জন পুরোপুরি অন্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, তারা দৃষ্টি ফিরে পাবে না। আসলে আমাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার তো ক্ষমতাও নেই।
তিনি বলেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার অর্থ হচ্ছে, আমরা যা করেছি তা যথেষ্ট কি না। আরও চিকিৎসা দেওয়ার সুযোগ আছে কি না। যদি থাকে, আমরা সেটাও করবো। তাদের সাজেশন অনুযায়ী, ব্যবস্থা নিবো। বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ মতে প্রয়োজনে আবার তাদের এনে এখানে সার্জারি করাবো অথবা রোগীদের দেশের বাইরে পাঠাবো। সব কিছু নির্ভর করবে, তাদের মতামতের ওপর।
এসইউজে/এসএনআর/এএসএম