পটিয়ায় ব্যাটারি থেকে আগুন লেগে পুড়লো পিকআপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারির স্পার্কের আগুনে পুড়ে গেছে একটি পিকআপ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়িটি পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তির হাটের জিরি মাদরাসা গেট সংলগ্ন পিকআপটিতে হঠাৎ আগুন লেগে যায়। এতে লোকজন ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে কাছের কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। তবে ফায়ার সার্ভিস আসার আগে গাড়িটির বেশিরভাগ পুড়ে যায়।

কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, ‌‌‘গাড়িটির মালিক রিদোয়ান। গাড়িটি গ্যাস সিলিন্ডারে কনভার্ট করা। গাড়ি মালিকের ভাষ্য অনুযায়ী ব্যাটারির স্পার্কে সৃষ্ট আগুন পুরো গাড়িটি পুড়ে যায়। গাড়িটি খালি অবস্থায় পার্কিং করা ছিল। আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে গাড়িটির বেশিরভাগ পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।