অটোরিকশা হারিয়ে গলায় ফাঁস নিলেন চালক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

রাজধানীর মুগদায় পূর্ব মানিকনগর বালুর মাঠ গলি এলাকার একটি বাসা থেকে মো. নাঈম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) সকালের দিকে পূর্ব মানিকনগর বালুর মাঠ গলি এলাকার ৬৯ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রানা বড়ুয়া জানান, আমরা নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, নিহত যুবক পেশায় অটোরিকশা চালক ছিলেন। গত ২৮ জানুয়ারি তার অটোরিকশাটি হারিয়ে যায়। এই বিষয় নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে তিনি নিজের রুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের খালু সরোয়ার জানান, নিহত নাঈমের বাবা-মা মারা গিয়েছেন। তারপর থেকেই তার নানি মজিদা বেগমের কাছেই থাকতো নাঈম। অটোরিকশা হারিয়ে যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েই সে আত্মহত্যা করেছে। এক ভাই ও এক বোনের মধ্যে নাঈম ছিল ছোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাজী আল-আমিন/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।